T20 World Cup 2021: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কার্যত বিদায় বিশ্ব চ্যাম্পিয়নদের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 26, 2021 | 7:23 PM

রান তাড়া করতে নেমে শুরুতেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (২)। হেন্ডরিক-ফান ডার ডুসোঁ জুটি স্কোরবোর্ডকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যান। ব্যক্তিগত ৩৯ রানে আউট হন হেন্ডরিক। তবে মার্করাম ক্রিজে আসতেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ২৬ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস মার্করামের। ৪৩ রানে অপরাজিত থাকেন ফান ডার ডুসোঁ। ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

T20 World Cup 2021: দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কার্যত বিদায় বিশ্ব চ্যাম্পিয়নদের
দক্ষিণ আফ্রিকা ছবি: টুইটার

Follow Us

দুবাই: বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের (England) কাছে পর্যুদস্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার কাছেও হার পোলার্ডদের। টানা ২ ম্যাচ হেরে কার্যত বিদায় নিলেন ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ (West Indies) আর দক্ষিণ আফ্রিকা (South Africa) দুই দলের কাছেই এ দিনের ম্যাচ ছিল এক রকম টিকে থাকার লড়াই। কারণ বিশ্বকাপ অভিযানে হার দিয়ে শুরু করেছে দুই দলই। দুবাইয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্ল্যাক লাইভস ম্যাটারকে সমর্থন না জানানোয় বাদ পড়েন কুইন্টন ডি’কক। তাতে অবশ্য জয় ছিনিয়ে নিতে কোনও অসুবিধে হয়নি প্রোটিয়াদের। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে এভিন লুইস-সিমন্স জুটি শুরুটা ভালোই করেন। ওপেনিং জুটিতেই ওঠে ৭৩ রান। ৩৫ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস উপহার লুইসের। তাতে সাজানো ৬টা ছয় আর ৩টে চার। কেশব মহারাজের বলে আউট হন লুইস। ব্যক্তিগত ১৬ রানে আউট হন সিমন্স। পুরানকে ১২ রানে ফেরান মহারাজ। ক্রিস গেইলও সুবিধে করতে পারেননি। তিনিও আউট হন ১২ রানে। চোট সারিয়ে আন্দ্রে রাসেল বিশ্বকাপে ফিরলেও রানের মধ্যে নেই তিনি। আজ ৫ রানে নর্টজের বলে বোল্ড আউট হন দ্রে রাস। ২০ বলে ২৬ করেন পোলার্ড। হেটমায়ার আউট হন ১ রানে। নিরধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট নেন প্রিটোরিয়াস। ২ উইকেট নেন কেশব মহারাজ। ১টি করে উইকেট নর্টজে আর রাবাদার।

রান তাড়া করতে নেমে শুরুতেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (২)। হেন্ডরিক-ফান ডার ডুসোঁ জুটি স্কোরবোর্ডকে লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নিয়ে যান। ব্যক্তিগত ৩৯ রানে আউট হন হেন্ডরিক। তবে মার্করাম ক্রিজে আসতেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। ২৬ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস মার্করামের। ৪৩ রানে অপরাজিত থাকেন ফান ডার ডুসোঁ। ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এ দিনের ম্যাচ হারায় সেমিফাইনালের রাস্তা কার্যত কঠিন হয়ে দাঁড়াল ক্যারিবিয়ানদের কাছে। কারণ এই গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও শ্রীলঙ্কা আর বাংলাদেশের বিরুদ্ধে এখনও খেলতে হবে পোলার্ডদের। এখনও পয়েন্টের খাতা খোলেননি গেইলরা। অন্যদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা প্রত্যেকের ঝুলিতে ২ পয়েন্ট করে।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: কৃষ্ণাঙ্গ বিপ্লবে অসম্মতি, টিম থেকে বাদ ডি’কক

Next Article