India vs West Indies: ম্যাচ নিয়ে চরম অব্যবস্থা, ভারতের ব্যাটিং বিপর্যয়, সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

সেইন্ট কিটসে, কিট সমস্যা। যার জেরে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হল ম্যাচ।

India vs West Indies: ম্যাচ নিয়ে চরম অব্যবস্থা, ভারতের ব্যাটিং বিপর্যয়, সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
উইকেটের উচ্ছ্বাস ম্যাকয়ের। হতাশ রোহিত।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 2:58 AM

ভারত ১৩৮ (১৯.৪ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ ১৪১-৫ (১৯.২ ওভার)

সেইন্ট কিটস: ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। এদিন ৫ উইকেটে জয়। ভারতের ব্যাটিং বিপর্যয়। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) এদিনও টসে জিতে ফিল্ডিং নেন। তাঁর সিদ্ধান্ত সকলকেই অবাক করেছিল। ভারত মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ায়, তাঁর সিদ্ধান্তকেই সঠিক মনে হল। মাত্র ১৩৯ রানের লক্ষ্য। শুরুটাও হল দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজের। ওপেনিং জুটিতে উঠল ৪৬ রান। ভারতকে প্রথম সাফল্য দিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ওপেনার কাইল মেয়ার্সকে ফেরান তিনি। উল্টোদিকে ব্র্যান্ডন কিং বিধ্বংসী মেজাজে। উল্টোদিক থেকে নিয়মিত উইকেট নিতে থাকে ভারতের স্পিন জুটি জাডেজা-অশ্বিন। কিংয়ের ব্যাটিংয়েই ম্যাচে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৬ তম ওভারে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান আবেশ খান। কিং ৫২ বলে ৬৮ রান করেন। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০ রান। বল হাতে আবেশ খান। নো বলে ওভার শুরু। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের আগে চরম অব্যবস্থা। সেইন্ট কিটসে, কিট সমস্যা। যার জেরে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হল ম্যাচ। প্রাথমিকভাবে ঘোষণা করা হয়, লাগেজ না পৌঁছানোয় দু ঘণ্টা পর ম্যাচ শুরু হবে। আরও এক ঘণ্টা পর হল। সমস্যা তাতেও পুরোপুরি মিটল না। অর্শদীপ সিংয়ের জার্সি পরে ওপেন করতে নামলেন সূর্যকুমার যাদব। ভারতীয় একাদশে একমাত্র পরিবর্তন, লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের জায়গায় আবেশ খান।

আগের ম্য়াচে রোহিত শর্মা ভালো খেলেছিলেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ। টরবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে স্পিনারদের জন্য সহায়তা ছিল। সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে পেস, বাউন্স। সুযোগ মিস করলেন না ওয়েস্ট ইন্ডিজ পেসাররা। বিশেষত বাঁ হাতি পেসার ওবেদ ম্যাকয়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে এটিই টি ২০ তে সেরা পারফরম্যান্স। ৪ ওভারে ১ টা মেডেন সহ মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ম্যাকয়। ভারতীয় ইনিংসে বড় কোনও জুটিই তৈরি হল না। ১৯.৪ ওভারে ১৩৮ রানেই অলআউট ভারত। হার্দিক পান্ডিয়া ৩১ বলে ৩১ রান করেন। ভারতীয় ইনিংসে এটিই সর্বাধিক রান।

সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৩৮ (হার্দিক পান্ডিয়া ৩১, রবীন্দ্র জাডেজা ২৭, ওবেদ ম্যাকয় ৬-১৭)। ওয়েস্ট ইন্ডিজ ১৪১ (ব্র্যান্ডন কিং ৬৮, ডেভন থমাস ৩১, রবীন্দ্র জাডেজা ১-১৬)।