Kapil Dev on Bumrah : ‘বুমরার হলটা কী?’ এ বার কপিল ভড়কে গেলেন বোর্ডের উপর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 31, 2023 | 11:18 AM

আইপিএলে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব। তিনি কটাক্ষ করে বলেছেন, "ছোটখাটো চোট নিয়ে আইপিএল খেলা যায়। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার প্রশ্ন এলেই বিশ্রামের প্রয়োজন হয়।"

Kapil Dev on Bumrah : বুমরার হলটা কী? এ বার কপিল ভড়কে গেলেন বোর্ডের উপর

Follow Us

কলকাতা : ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের নিয়ে অভিযোগের ঝুলি উপুড় করে দিচ্ছেন কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সবজান্তা ভাব নিয়ে প্রবল সমালোচনা করেছিলেন। জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ রোজগারের কারণে অংহঙ্কার বেড়ে গিয়েছে বলেও তোপ দাগেন। এ বার কপিলের নিশানায় চোট পাওয়া ক্রিকেটাররা। এই প্রসঙ্গে আইপিএলকে টেনে আনলেন। আইপিএলে অংশগ্রহণকারী ভারতীয় ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব। তিনি কটাক্ষ করে বলেছেন, “ছোটখাটো চোট নিয়ে আইপিএল খেলা যায়। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার প্রশ্ন এলেই বিশ্রামের প্রয়োজন হয়।”একইসঙ্গে ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়ে বোর্ডের (BCCI) দুর্বল ব্যবস্থাপনা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেশ কয়েকবছর ধরে মেগা ইভেন্টে ভারতীয় দলের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। দলের তারকা পেসার জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে। চোটের কারণে বুমরা এ যাবৎ একাধিক আইসিসি ইভেন্ট-সহ গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে পারেননি। কপিলের অভিযোগ, আইপিএল চলাকালীন হালকা চোট পেলেও খেলা চালিয়ে যান ক্রিকেটাররা। অথচ জাতীয় দলের হয়ে খেলার সময় এলে তাঁরা বিশ্রামের প্রয়োজনীয়তা বোধ করেন। প্রায় বছর খানেক ধরে বাইশ গজের বাইরে থাকা জসপ্রীত বুমরাকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুমরা যদি বিশ্বকাপ পর্যন্ত সেরে না ওঠেন তাহলে সব চেষ্টা বেকার হয়ে যাবে। কপিল বলেছেন, “বুমরার কী হল? ও যদি বিশ্বকাপে না থাকে তাহলে বলব সময় নষ্ট করা হয়েছে।”

তাঁর ধারণা, ক্রিকেটাররা আইপিএলকে জাতীয় দলের থেকে এগিয়ে রাখেন। তিনি বলেছেন, “এমনটা নয় যে আমি কখনও চোট পাইনি। কিন্তু ওরা বছরে ১০ মাস খেলছে। প্রত্যেককে নিজের যত্ন নিতে হবে। আইপিএল দারুণ বিষয়। কিন্তু আইপিএল আপনাকে নষ্ট করতেও পারে। কারণ, সামান্য চোট পেলেও আইপিএল খেলতে পারেন। অথচ ভারতের হয়ে খেলা যায় না। তখন আপনাকে বিরতি নিতেই হবে।” তাঁর মতে, ক্রিকেটারদের ওয়ার্কলোড সামলাতে ব্যর্থ বিসিসিআই। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরেই ভুলত্রুটি দেখছেন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন।

Next Article