বেঙ্গালুরু: জোরকদমে মেন ইন ব্লুর এশিয়া কাপের (Asia Cup 2023) প্রস্তুতি চলছে। বেঙ্গালুরুর আলুরে ভারতের যে প্রস্তুতি শিবির চলছে, তার আজ শেষ দিন। আগামিকাল, ৩০ অগস্ট এশিয়া কাপের ঢাকে কাঠি পড়বে। ভারত অবশ্য তার দিন দুয়েক পর এশিয়া কাপ যাত্রা শুরু করবে। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। রোহিত শর্মার টিম ইন্ডিয়ার (Team India) এশিয়া কাপে সেটাই প্রথম ম্যাচ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডেক্সা স্ক্যান। জানেন এই বিশেষ টেস্টটি কী? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস মাপার জন্য় ইয়ো ইয়ো টেস্ট রয়েছে। চলতি বছরে ভারতীয় ক্রিকেটারদের জন্য ডেক্সা স্ক্যান (শরীরে কোনও চোট রয়েছে কী না বোঝার জন্য) বাধ্যতামূলক করা হয়েছে। কোনও ক্রিকেটারের আভ্যন্তরীণ চোট রয়েছে কিনা তা বোঝার জন্য বিসিসিআই ডেক্সা স্ক্যান চালু করেছে।
ডেক্সা স্ক্যানেরর মাধ্যমে ট্রেনার এবং ফিজিওরা ক্রিকেটারদের শরীরে কত শতাংশ চর্বি রয়েছে, চর্বিযুক্ত পেশির ভর, জলের পরিমাণ এবং তাঁদের হাড়ের ঘনত্বের পরীক্ষা নিরীক্ষা করে। ডেক্সা স্ক্যানকে ডিএক্সএ টেস্টও বলা হয়। এর মাধ্যমে কম ডোজ এক্স-রে ব্যবহার করে হাড়ের ঘনত্ব পরিমাপ করা হয়। আমেরিকার ন্যাশানাল হেলথ সার্ভিসের মতে, “হাড়ের ঘনত্ব স্ক্যান করার সময়, ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পটিওমেট্রি নামে এক ধরনের এক্স-রে শরীরের মধ্য দিয়ে যায়। এটিকে শর্টে ডেক্সা বলা হয়।”
ক্রিকেটারদের হাড়ের ঘনত্ব মাপার জন্য ডেক্সা স্ক্যান করাতে হয়। ডেক্সা স্ক্যান ক্রিকেটারদের কোনও ধরণের চোট, ফ্র্যাকচার এবং তার সম্ভবনাকেও জানিয়ে দিতে পারে। এই টেস্ট করতে সময় লাগে প্রায় ১০ মিনিট। প্রত্যেক ক্রিকেটারের ডেক্সা স্ক্যানের রেজাল্টের উপর ভিত্তি করে বিভিন্ন ফিটনেস এবং খাদ্য পরিবর্তন করার কথাও জানানো হয়।
উল্লেখ্য, বেঙ্গালুরুর আলুরে যে ভারতীয় শিবির চলছে সেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট হয়েছিল। জানা গিয়েছে, তাতে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিলের। ভারতীয় টিমে রয়েছেন সবচেয়ে ফিট ক্রিকেটার বিরাট কোহলিও। বিসিসিআই অবশ্য সকল ক্রিকেটারই যেন ফিট থাকে, তা দেখার জন্য ওয়ার্ক লোড ম্যানেজের দিকে নজর দিচ্ছে।