Virat Kohli: কোহলিয়ানার ১৫ বছর পেরিয়েও চ্যালেঞ্জের জন্য মুখিয়ে বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 29, 2023 | 7:15 AM

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ১৫ বছর পেরিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কোহলিয়ানার ১৫ বছর পেরিয়েও আগের মতোই কঠিন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে থাকেন বিরাট।

Virat Kohli: কোহলিয়ানার ১৫ বছর পেরিয়েও চ্যালেঞ্জের জন্য মুখিয়ে বিরাট
Virat Kohli: কোহলিয়ানার ১৫ বছর পেরিয়েও চ্যালেঞ্জের জন্য মুখিয়ে বিরাট
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ঘরের মাঠে হবে এ বারের বিশ্বকাপ। মানেই ভারতের প্রতিটি ক্রিকেটারের উপর থাকবে বাড়তি চাপ। দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা থাকবে তুঙ্গে। বিশ্বকাপ ট্রফি জিতুক ভারত চলবে এই প্রার্থনা। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ১৫ বছর পেরিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কোহলিয়ানার ১৫ বছর পেরিয়েও আগের মতোই কঠিন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে থাকেন বিরাট। এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে হাতে মাত্র আজকের দিনটি। যদিও ভারতের এশিয়া কাপ সফর শুরু হবে ২ সেপ্টেম্বর। এশিয়া কাপের পর রয়েছে ওডিআই বিশ্বকাপও (Cricket World Cup)। দুই টুর্নামেন্টেই ভারতকে চ্যাম্পিয়ন বানানোর জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে কোহলিকে। আর বিরাট সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বিরাট কোহলি বলেন, ‘আমার সামনে যে কোনও চ্যালেঞ্জই আসুক না কেন, তা সামলানোর জন্য মুখিয়ে থাকি। ১৫ বছর ক্রিকেট খেলার পরও সব সময় নতুন চ্যালেঞ্জ পেলে উত্তেজিত হয়ে পড়ি। চ্যালেঞ্জের মোকাবিলা করা থেকে পিছিয়ে যাই না। এখনও এনকাউন্টার করা পছন্দ করি। জানি, নতুন কিছু করার চেষ্টা আমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’

এ বছর দেশের মাটিতে যেহেতু বিশ্বকাপ, তাই প্রত্যাশার চাপ অবশ্যই রয়েছে। এ কথা বিশ্বাস করেন কোহলি। তাঁর মতে, ‘চাপ তো সব সময় থাকবে। ভারতের সমর্থকরা আমাদের কাছ থেকে সব সময় ট্রফির আবদার করেন। তবে এটা বলতে চাই আমার থেকে বেশি ওই ট্রৎিটা আর কেউ চায় না। ভক্তদের প্রত্যাশা থাকুক, আবেগ থাকুক। তবে এটা জেনে রাখা দরকার, ক্রিকেটারদের থেকে বেশি আর কেউ ট্রফিটা চায় না।’

জুনিয়র ও সিনিয়র দুই স্তরে কোহলি বিশ্বকাপ জয় করেছেন। তাঁর নেতৃত্বে ২০০৮ সালে ভারত আইসিসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১১ সালে ভারতের শেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন বিরাট। মাত্র ২৩ বছরে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া বিরাট কোহলির অন্যতম প্রাপ্তি। তাঁর কথায়, ‘তখন আমার ২৩ বছর বয়স। বিশ্বকাপের মাহাত্ম্য ঠিক কতটা, তা বুঝতে সময় লেগেছে। এখন আমার বয়স ৩৪। একাধিক বিশ্বকাপে খেলেও জিততে পারিনি। তাই ২০১১ বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন ছিল সেটা ভালোমতো জানি। সবচেয়ে বেশি ভালো লাগে সচিন তেন্ডুলকরের জন্য। কারণ ২০১১ বিশ্বকাপ তাঁর শেষ বিশ্বকাপ ছিল। তার আগে অনেক বিশ্বকাপে খেললেও ট্রফি হাতে তুলতে পারেননি। কিন্তু মুম্বইয়ে ওনার নিজের শহরে বিশ্বকাপ জেতার অনুভূতিটাই ছিল অন্য রকম। পুরো স্বপ্নের মতো।’

২০১১ বিশ্বকাপের সময়েও কোহলিকে প্রত্যাশার চাপ সামলাতে হয়েছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাটের কথায়, ‘এখনও মনে আছে সে বার আমরা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় বিরাট চাপ অনুভব করতাম। একদিন থেকে ভালো ছিল, তখন সোশ্যাল মিডিয়ায় এত বাড়বাড়ন্ত ছিল না। থাকলে তখন সবার কাছে তা দুঃস্বপ্ন হয়ে যেত। সফরের সময় প্রত্যেক বিমানবন্দর থেকে বার্তা আসত বিশ্বকাপ জিততে হবে। সেই সময় চাপ সামলানোর দায়িত্ব ছিল দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। আর যে দিন আমরা বিশ্বকাপ জিতলাম, রাতটা পুরো মায়াবী মনে হচ্ছিল।’

এ বারের বিশ্বকাপে ২০১১ সালের পুনরাবৃত্তি কি করতে পারবে ভারত? আপাতত ভারতীয় ক্রিকেট প্রেমীদের এটাই বড় প্রশ্ন। ২৩ বছর বয়সে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তরুণ কোহলি। এ বার দেখার ৩৪ বছর বয়সে অভিজ্ঞ কোহলি প্রত্যাশার চাপ সামলে তৃতীয় বার ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিতে পারেন কিনা।

Next Article