Pakistan Cricket : বোর্ডের সঙ্গে সংঘাতের মাঝে বাবরদের জার্সি-বদল!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 29, 2023 | 3:03 AM

Babar Azam: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। মুলতানে হবে ম্যাচটি। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতেছে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবেন বাবররা।

Pakistan Cricket : বোর্ডের সঙ্গে সংঘাতের মাঝে বাবরদের জার্সি-বদল!
Image Credit source: ICC

Follow Us

লাহোর: চুক্তি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঠান্ডা লড়াই চলছে বাবর আজমদের। পিসিবি-র তরফে এমন অনেক শর্ত দেওয়া হয়েছে, যা মনে ধরেনি বাবর আজম-শাহিন আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারদের। সব ভুলে আপাতত বাবরদের ফোকাস ক্রিকেটেই। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। প্রথম ম্যাচ পাকিস্তানেই। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচই শ্রীলঙ্কায়। ঘরের মাঠে এশিয়া কাপ অভিযান শুরুর আগে বাবর আজমদের জার্সি বদল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপ এবং ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। দুটি বড় টুর্নামেন্ট রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে বিশ্বের এক নম্বর দল হিসেবে এশিয়া কাপে নামছে পাকিস্তান। বড় দুটি টুর্নামেন্টের আগে নতুন জার্সি উন্মোচন হল পাকিস্তানের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এই জার্সি উন্মোচন হয়। উপস্থিত ছিলেন পিসিবি ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরফ।

এশিয়া কাপ শুরু হচ্ছে বুধবার। আইসিসি ক্রমতালিকায় এক নম্বর দল হিসেবে নামছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। তার আগে নতুন জার্সি প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, এই ‘স্টার নেশন জার্সি’ মূলত সে দেশের ক্রিকেট নায়ক এবং সমর্থকদের মৈত্রীবন্ধন। গদ্দাফি স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন জাকা আশরফ। নতুন জার্সি প্রসঙ্গে বলেন, ‘স্টার নেশন জার্সি আমাদের ক্রিকেটার এবং একনিষ্ঠ সমর্থকদের সংযোগের চিহ্ন। আমাদের ক্রিকেট ঐতিহ্য বহন করছে এই নতুন জার্সি।’

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। মুলতানে হবে ম্যাচটি। সদ্য আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতেছে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবেন বাবররা।

Next Article