Sanjay Manjrekar on SKY: টেকনিকে সামান্য বদলেই সাফল্য! স্কাইকে বিশেষ পরামর্শ মঞ্জরেকরের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 29, 2023 | 7:00 AM

Asia Cup 2023, CWC: এশিয়া কাপের স্কোয়াডে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলও রয়েছেন। সঙ্গে ঈশান কিষাণ এবং স্ট্যান্ড বাইতে সঞ্জু স্যামসন। এশিয়া কাপে সূর্য ব্যর্থ হলে মিডল অর্ডারের জন্য বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন সঞ্জু।

Sanjay Manjrekar on SKY: টেকনিকে সামান্য বদলেই সাফল্য! স্কাইকে বিশেষ পরামর্শ মঞ্জরেকরের
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু: গত বছর স্বপ্নের ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। এ বছর হাতে গোনা কিছু ভালো ইনিংস। নতুন মিস্টার ৩৬০ ডিগ্রির সব জারিজুরি যেন ধরে ফেলেছেন প্রতিপক্ষ বোলাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দিনে ভয়ঙ্কর ব্যাটার স্কাই। একাই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ওভার বাড়লেই যেন সমস্যা হয় তাঁর! ওয়ান ডে ক্রিকেটে ইনিংসের শুরুটা ভালো হয়। ফিনিশিংয়ের দিক থেকে বারবার সমস্যায় পড়েন সূর্য। ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপে ভালো পারফর্ম করতেই হবে। না হলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে হতে পারে স্কাইকেই। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বিশেষ পরামর্শ দিলেন সূর্যকে। টেকনিকে সামান্য বদলেই মিলতে পারে সাফল্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর ক্রিকেটার সূর্য। ওয়ান ডে-তে দেশের হয়ে ২৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ব্যাটিং গড় মাত্র ২৪.৩৩। স্ট্রাইকরেট একশোর চেয়ে সামান্য বেশি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁর স্কোর ১৯, ২৪, ৩৫। গত মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে রানের খাতাই খুলতে পারেননি। অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই কি ডুবছেন সূর্য? সঞ্জয় মঞ্জরেকর মনে করছেন, ওডিআইতে সাফল্য় পেতে হলে, রক্ষণে জোর দিতে হবে স্কাইকে।

এশিয়া কাপ ও বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘সূর্যকুমার খুবই সৎ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচে শূন্যর পরও দলে ফিরতে পারাটা ওর কাছে দারুণ ব্যাপার। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে। রক্ষণের দিকে ফোকাস করা উচিত ওর। ৫০ ওভারের ফরম্য়াটে ২-৩ জন আউট হওয়ার পর ওকে নামতে হচ্ছে। সে সময় ইনিংস গড়ার দিকেও মনোযোগী হতে হবে। ক্রিজে টিকে থাকলে বড় ইনিংস খেলতে পারবে স্কাই। তেমনই জমিঘেসা শটের বিষয়েও দক্ষতা বাড়াতে হবে। প্রয়োজনে গ্যাপে ঠেলে সিঙ্গল, ডাবলস নিতে হবে। এই বিষয়টায় ও নিশ্চয়ই বিরাট কোহলিকে দেখে শিখে থাকবে। বিরাটের ৬০-৭০ শতাংশ রানই আসে সিঙ্গলস-ডাবলসে। ওয়ান ডে মানে শুধু চার-ছয় মারা নয়।’

এশিয়া কাপের স্কোয়াডে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলও রয়েছেন। সঙ্গে ঈশান কিষাণ এবং স্ট্যান্ড বাইতে সঞ্জু স্যামসন। এশিয়া কাপে সূর্য ব্যর্থ হলে সঞ্জু মিডল অর্ডারের জন্য বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন।

Next Article