AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2023 ICC ODI World Cup : ভারতের জন্য ‘আনলাকি’ রাউন্ড রবিন ফরম্যাট, কীভাবে পয়েন্ট দেওয়া হয় এই পদ্ধতিতে?

ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ আইসিসি ওডিআই বিশ্বকাপ-এর সূচি প্রকাশ করা হয়েছে। পুরো টুর্নামেন্ট রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। এই নিয়ে তৃতীয় বার রাউন্ড রবিন ফরম্যাটে হবে বিশ্বকাপ। ১৯৯২ সালে প্রথম বার এই ফরম্যাটে বিশ্বকাপ খেলা হয়েছিল।

2023 ICC ODI World Cup : ভারতের জন্য 'আনলাকি' রাউন্ড রবিন ফরম্যাট, কীভাবে পয়েন্ট দেওয়া হয় এই পদ্ধতিতে?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 8:41 AM
Share

কলকাতা : ২০২৩ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গত বছরের রানার্স টিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর। ভারতে আয়োজিত এ বারের ওডিআই বিশ্বকাপ মোট ১০টি ভেনুতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে টুর্নামেন্টের সবকটি ম্যাচ রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪টি দল সেমিফাইনালে পৌঁছবে।এই পরিস্থিতিতে একটা প্রশ্ন অবশ্যই ক্রিকেটপ্রেমীদের মনে উঁকি দিয়েছে। রাউন্ড রবিন ফরম্যাটে কীভাবে খেলা হবে? কিসের ভিত্তিতে এই ফরম্যাটে পয়েন্ট দেওয়া হয় এবং প্রতিটি দল কয়টি ম্যাচ খেলতে পারবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাউন্ড রবিন ফরম্যাটে এখনও পর্যন্ত দু’বার আইসিসি ওডিআই বিশ্বকাপ খেলা হয়েছে। এই ফরম্যাটে লিগ পর্বে সব কয়টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। মোট ১০টি দল রয়েছে, সেক্ষেত্রে সব দলই লিগ পর্বে ৯টি করে ম্যাচ খেলবে। এছাড়া প্রতিটি দলই ম্যাচ জেতার জন্য ২ করে পয়েন্ট পাবে। ড্র বা টাই অথবা ম্যাচ বাতিল হলে দুটি  টিমকে ১-১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে পা রাখবে। প্রথম সেমিফাইনাল খেলা হবে পয়েন্ট টেবিলের প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে।

১৯৯২ এবং ২০১৯ সালের বিশ্বকাপ রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হয়েছিল। ১৯৯২ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। দল সেমিফাইনালেও উঠতে পারেনি। একইভাবে ২০১৯ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। সে বারও খালি হাতে ফিরতে হয় ভারতকে। যদিও ২০২৩ বিশ্বকাপ ভারতে খেলা হবে। দেশের মাটিতে টিম ইন্ডিয়া ট্রফি জয়ের জোর দাবিদার। ভারতীয় দল ২০১১ সালে শেষবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। সে বারও আয়োজক হিসেবে ছিল ভারত।