MS Dhoni : পিছনে কাকে বসিয়ে হু হু করে বাইক ছোটালেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 17, 2023 | 8:30 AM

MS Dhoni and Sreesanth: মহেন্দ্র সিং ধোনির এক সময়ের সতীর্থ ছিলেন শান্তাকুমারন শ্রীসন্থ। বর্তমানে ধোনি আইপিএলে খেলেন, কিন্তু শ্রীসন্থ খেলেন না। তিনি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনি ও শ্রীসন্থের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

MS Dhoni : পিছনে কাকে বসিয়ে হু হু করে বাইক ছোটালেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিয়ো
পিছনে কাকে বসিয়ে হু হু করে বাইক ছোটালেন ধোনি? দেখুন ভাইরাল ভিডিয়ো
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি : মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বাইক প্রেম কারও অজানা নয়। ভারতের প্রাক্তন অধিনায়কের বাইক কালেকশন (Bike collection) তাক লাগানোর মতো। তাঁর রাঁচির ফার্মহাউসে বাইকের সম্ভার দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। মাঝে মাঝেই সুযোগ পেলে বাইক নিয়ে ধোনি বেরিয়ে পড়েন। তাঁর ভক্তরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেন না। ধোনির বিভিন্ন বাইক সম্পর্কে জানার আগ্রহও রয়েছে। ধোনির নেতৃত্বে কয়েকদিন আগে পঞ্চম আইপিএল (IPL) খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধোনির একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে কমেন্টে বলা হয়েছে চেন্নাইয়ের রাস্তায় বাইক চালাচ্ছেন ধোনি। তাঁর পিছনে ছিলেন সেই সময়কার ভারতীয় দলের এক সদস্য। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভাইরাল হওয়া ধোনির পুরনো ভিডিয়োতে দেখা গিয়েছে চেন্নাইয়ের মাউন্ট রোড স্পেনসর প্লাজার রাস্তায় বাইক চালাচ্ছেন ধোনি। তাঁর পিছনে বসে ছিলেন শ্রীসন্থ। পরনে ছিল টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস জার্সি। তখনকার স্পনসর ছিল সাহারা। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন ধরে খেলেছিলেন শ্রীসন্থ। তাই এই ভিডিয়ো দেখে অনেকেই কমেন্ট করেন এ হয়তো চেন্নাইয়ে কোনও ম্যাচের জন্য প্র্যাক্টিসে যাওয়ার সময় বা সেখান থেকে অনুশীলনে ফেরার সময়কার ভিডিয়ো। ধোনিকে রাস্তায় দেখে এক মুহূর্তও সময় নষ্ট করেননি তাঁর ভক্তরা। ট্র্যাফিক সিগন্যালে ধোনির বাইক দাঁড়াতেই ভক্তরা মোবাইল বের করে ধোনির ছবি, ভিডিয়ো তুলতে থাকেন। কেউ কেউ আবার ধোনিকে ম্যাচের জন্য শুভেচ্ছাও জানান।

রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে তাঁর বাইকের কালেকশন চোখ ধাঁধাতে বাধ্য। ধোনির গ্যারাজে রয়েছে – Kawasaki Ninja H2, Confederate X132 Hellcat, Harley Davidson FatBoy, Ducati 1098, Kawasaki Ninja ZX-14R, Suzuki Shogun, Yamaha Thundercat, Yamaha RD350-র মতো একাধিক নামী দামি বাইক।

Next Article