Pakistan, Haider Ali: ইংল্যান্ড সফরে ধর্ষণে অভিযুক্ত! জাতীয় দলের ক্রিকেটারকে নির্বাসন পাক বোর্ডের
Pakistan Cricket News: অপারেশন সিঁদুরের পর প্রথম বার বাইশগজে মুখোমুখি হবে দুই দেশ। তবে এশিয়া কাপের আগে বড় বিতর্কে পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ এক তরুণ ব্যাটারের দিকে। তাঁকে নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সামনেই এশিয়া কাপ। আরব আমির শাহিতে হবে এ বারের আট দেশীয় টুর্নামেন্ট। আয়োজক ভারত হলেও টুর্নামেন্ট হবে আরব আমির শাহিতে। ৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। যদিও আসল লড়াই ১৪ সেপ্টেম্বর। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর প্রথম বার বাইশগজে মুখোমুখি হবে দুই দেশ। তবে এশিয়া কাপের আগে বড় বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলি। ইংল্যান্ড সফরে গিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগ। হায়দার আলিকে নির্বাসিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বিশ্বে চূড়ান্ত অপমানের সম্মুখীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক তরুণ ক্রিকেটারকে ঘিরেই এমন পরিস্থিতি। ২৪ বছরের হায়দার আলির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ধর্ষণে অভিযুক্ত পাকিস্তানের এই ক্রিকেটার। ম্যাঞ্চেস্টারের পুলিশ তদন্ত করছে। পাকিস্তান বি টিম ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেখানেই ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়। তিনি আর কেউ নন, পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলি।
পিঠ বাঁচাতে দেরী করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে জানিয়ে দেয়, হায়দার আলিকে নির্বাসিত করা হচ্ছে। যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে, আপাতত নির্বাসিত থাকবেন হায়দার। সূত্রের খবর, বেকেনহ্যামে একটি ম্যাচের পরই ম্যাঞ্চেস্টার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।
পাকিস্তানের ২৪ বছরের ব্যাটার হায়দার আলি ২০২০ সালে সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। দেশের জার্সিতে দুটি ওয়ান ডে এবং ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এ ছাড়াও অনূর্ধ্ব ১৯ এবং বয়সভিত্তিক যুব দলের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। পাকিস্তান সিনিয়র দলের হয়ে শেষ বার ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে খেলেছিলেন হায়দার। ফের কবে মাঠে ফিরবেন তা নির্ভর করছে, ম্যাঞ্চেস্টার পুলিশের তদন্ত এবং তার রিপোর্টের উপর।
