Ranji Trophy 2024-25: ২৫টি বাউন্ডারি, ৩ ছক্কায় রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি রবিচন্দ্রনের
Smaran Ravichandran: বিজয় হাজারে ট্রফি থেকেই ধারাবাহিকতা দেখাচ্ছেন স্মরণ রবিচন্দ্রন। হরিয়ানার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে ৭৬ রানের ইনিংস উপহার দেন স্মরণ। এ বার রঞ্জিতেও ফর্মে তিনি।
কলকাতা: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন বছর ২১ এর বাঁ হাতি ব্যাটার স্মরণ রবিচন্দ্রন (Smaran Ravichandran)। আরও ভালো করে বললে তাঁকে থামানো যাচ্ছে না। কর্নাটকের জার্সিতে চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জ্বলে উঠেছেন তিনি। বেঙ্গালুরুতে পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে লাইমলাইটে তিনি।
কে এই স্মরণ রবিচন্দ্রন? শুভমন গিলের নেতৃত্বাধীন পঞ্জাবের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় দিন ৯৯ রানে থাকাকালীন ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের রান পূরণ করেন। ১২০ বলে সেঞ্চুরি হাঁকান স্মরণ রবিচন্দ্রন। এরপর ২৭০ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন। এই মাইলস্টোন গড়ার পথে ২৫টি চার ও ৩টি ছয় মারেন স্মরণ। তাঁর ইনিংসের সুবাদে পঞ্জাবের বিরুদ্ধে ৩৬৫ রানের লিড নেয় কর্নাটক। শেষ অবধি ২০৩ রানে আউট হন স্মরণ।
এই খবরটিও পড়ুন
Well Played Smaran Ravichandran.
That’s a well made 200. #RanjiTrophy pic.twitter.com/Lz8thPjIYM
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) January 24, 2025
বিজয় হাজারে ট্রফি থেকেই ধারাবাহিকতা দেখাচ্ছেন স্মরণ রবিচন্দ্রন। হরিয়ানার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে ৭৬ রানের ইনিংস উপহার দেন স্মরণ। এরপর বিদর্ভের বিরুদ্ধে বিজয় হাজারের ফাইনালে ১০১ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান তিনি। গত বছর তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে স্মরণ ৫টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ১০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন।
একাধিকবার স্মরণ রবিচন্দ্রন কর্নাটক সিনিয়র টিম থেকে বাদ পড়েছেন। কিন্তু নিজের উপর আস্থা হারাননি। সিকে নায়ডু ট্রফিতে ৮২৯ রান করেন তিনি। এরপর মহারাজা টি-২০ ট্রফিতে ১০৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এরপর নজরে পড়েন স্মরণ। যখন তিনি কর্নাটকের বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পান, তা ভালো মতো কাজে লাগান। এ বার যে কারণে রঞ্জিতেও তাঁর খেলায় সেই ছাপ দেখা যাচ্ছে।