Ranji Trophy 2024-25: উচ্চতায় ইশান্ত শর্মার সমান! রোহিতকে ৩-এ ফেরানো পেসার উমর নাজির মীরের এই তথ্যগুলো জানেন?
Umar Nazir Mir: ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা উমর। ৩১ বছরের পেসারের রঞ্জি খেলার অভিজ্ঞতাও রয়েছে। তবে এ ভাবে মুম্বইয়ের মতো অভিজ্ঞ টিমকে বিপদে ফেলতে পারেননি অতীতে।
কলকাতা: একটা সময় রঞ্জি ট্রফি ছিল ভারতীয় ক্রিকেটের আঁতুরঘর। বহু তারকার জন্ম দিয়েছে লাল বলের ঘরোয়া ক্রিকেট। আইপিএলের সময় থেকে সেই ছবি একটু হলেও পাল্টে গিয়েছিল। কিন্তু বোর্ডের নতুন সিদ্ধান্তে আবার টানটান রোমাঞ্চ ফেরাতে চলেছে রঞ্জি। ভারতীয় টিমের একঝাঁক তারকা খেলছেন বিভিন্ন রাজ্য দলের হয়েছে। এই রঞ্জিতেই দুরন্ত পারফর্ম করলেন জম্মু-কাশ্মীরের এক পেস বোলারের। তাঁর শিকারের তালিকা দেখে হতবাক হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। পেস বোলারের নাম উমর নাজির মীর। তাঁর বলে আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে ও শিবম দুবে।
৬ ফুট ৪ ইঞ্চি লম্বা উমর। ৩১ বছরের পেসারের রঞ্জি খেলার অভিজ্ঞতাও রয়েছে। তবে এ ভাবে মুম্বইয়ের মতো অভিজ্ঞ টিমকে বিপদে ফেলতে পারেননি অতীতে। উমরের ঘাতক বাউন্সারে আউট হয়েছে রোহিত। অস্ট্রেলিয়া সফরে রোহিতকে বারবার বিব্রত করেছে বাউন্সার। ওই ভিডিয়ো দেখেই বোধহয় তৈরি করেছিলেন নিজেকে। রোহিতকে উল্টো দিকে দেখেই তীক্ষ্ণ বাউন্সার দিয়েছেন। তাতেই মাত্র ৩ রানে উইকেট দিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ভারতীয় টিমের অধিনায়ক। রাহানের আবার উইকেট ছিটকে দিয়েছেন মাত্র ১২ রানে। শিবম দুবেকে খাতা খোলারই সুযোগ দেননি।
২০১৩ সালে রঞ্জি অভিষেক হয়েছিল উমরের। ৫৭টা ম্যাচ খেলে এখনও পর্যন্ত নিয়েছেন ১৩৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৫৪ উইকেট। আর টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২টা উইকেট। গতি যেমন আছে, বাউন্সও আছে। মুম্বইয়ের বিরুদ্ধে সেটাই বুঝিয়ে দিয়েছেন পুলওয়ামার ছেলে। ২০১৮ সালের দেওধর ট্রফিতে ভারতীয় সি টিমে সুযোগও পেয়েছিলেন। কিন্তু চমকে দেওয়া পারফরম্যান্স বা ধারাবাহিকতা, কোনওটাই সে ভাবে দেখাতে পারেননি। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে রোহিতের। কিন্তু তাঁর এই ফেরা সুখের হতে দিলেন না কাশ্মীরের উমর।