CSK vs DC IPL 2023 Match Prediction : সিএসকের দুর্গে নামছে ‘নতুন’ দিল্লি ক্যাপিটালস
Chennai Super Kings vs Delhi Capitals Preview : চিপকের স্পিন সহায়ক পিচ। যা কিছুটা হলেও চাপের হতে পারে দিল্লি ব্যাটারদের কাছে। ফিল সল্ট, মিচেল মার্শরা স্পিনের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে। দিল্লি শিবিরে অন্যতম ধারাবাহিক অক্ষর প্য়াটেল। কিন্তু তাঁকে ব্যাটিং অর্ডারে এত নীচে কেন নামানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন। চিপকের পিচে ব্য়াটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অক্ষর।
দীপঙ্কর ঘোষাল : জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই সুপার কিংস। তার ওপর নিজেদের দুর্গ চিপকে ম্যাচ। প্রতিপক্ষ ‘নতুন’ দিল্লি ক্যাপিটালস। নতুন এ কারণেই লিখতে হচ্ছে, দিল্লিকে এতদিন ভরসা করার মতো কোনও কারণই ছিল না। গত ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে তাদের পারফরম্য়ান্স এ মরসুমের সেরা। দিল্লি ক্য়াপিটালসের ক্ষেত্রে দেখা গিয়েছে, শুরুর কয়েকটি ম্য়াচে ধারাবাহিক ভালো খেলেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে তাঁর স্ট্রাইকরেট আলোচনার বিষয় ছিল। মাঝে ভরসা দিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তবে গত ম্য়াচে যেন টিম গেম দেখা গিয়েছে দিল্লির মধ্যে। যা এতদিন খুঁজে পাওয়া যায়নি। বদলে যাওয়া দিল্লি হলেও আজ আরও একটা কঠিন ম্যাচে নামতে চলেছে তারা। সামনে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের অন্যতম সফল এবং ধারাবাহিক দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
চেন্নাই সুপার কিংস অনেকটাই সুরক্ষিত জায়গায় রয়েছে। আরও একটা জয় মানে প্লে-অফের দৌড়ে এক পা বাড়িয়ে রাখা। গত ম্য়াচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। লো-স্কোরিং ম্য়াচে অনবদ্য বোলিং সিএসকের। আলাদা করে বলতে হয় মাতিসা পাথিরানার কথা। এ বারের আইপিএলে যেন অন্যতম আবিষ্কার। শ্রীলঙ্কার এই তরুণ পেসারের বোলিং অ্যাকশন মালিঙ্গার মতো। তাঁকে জুনিয়র মালিঙ্গাও বলা হয়ে থাকে। তবে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর তাঁকে অনেক পরিণত দেখাচ্ছে। ধোনির নেতৃত্ব এবং বোলিং কোচ হিসেবে ডোয়েন ব্র্য়াভোকে পাওয়া যেন কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিল পাথিরানার। শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানাও ভালো বোলিং করছেন। সঙ্গে রবীন্দ্র জাডেজা, তুষার দেশপান্ডেদের কথাও ভুললে চলবে না।
ব্য়াটিংয়ে ধারাবাহিক ভালো খেলে চলেছেন ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, অজিঙ্ক রাহানেরা। কনওয়ে এ বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচেও রয়েছেন। সিএসকের টপ অর্ডার ধারাবাহিক হলেও মিডল অর্ডার সেই অর্থে নয়। অম্বতি রায়ডু ১১ ম্য়াচে ৯৫ রান এবং রবীন্দ্র জাডেজা ১১ ম্যাচে ৯২ রান করেছেন মাত্র। তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে এখন প্রতিটি ম্য়াচ আরও বেশি তাগিদের। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড বাই লিস্টে রয়েছেন ঋতুরাজ।
চিপকের স্পিন সহায়ক পিচ। যা কিছুটা হলেও চাপের হতে পারে দিল্লি ব্যাটারদের কাছে। ফিল সল্ট, মিচেল মার্শরা স্পিনের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে। দিল্লি শিবিরে অন্যতম ধারাবাহিক অক্ষর প্য়াটেল। কিন্তু তাঁকে ব্যাটিং অর্ডারে এত নীচে কেন নামানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন। চিপকের পিচে ব্য়াটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অক্ষর।