দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম দিনেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স আপ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। ইডেনের সেই ঐতিহাসিক ফাইনালে চার বলে চারটে ৬ মেরে ক্যারিবিয়ানদের কাপ জিতিয়েছিলেন কার্লোস ব্রেথওয়েট। ওই ফাইনাল হারের ক্ষত এখনও দগদগে ইংরেজদের।
আজ রাতে টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভ শুরুর প্রথম দিনেই ফের মুখোমুখি ইংল্যান্ড-ওঃ ইন্ডিজ (England vs West Indies)। খাতায়-কলমে এ বারের ইংল্যান্ড অনেকটাই শক্তিশালী। তবে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই আনপ্রেডিক্টেবল। কুড়ি ওভারের ক্রিকেটে এখনও ক্যারিবিয়ানরা অন্যতম ফেভারিট হয়েই মাঠে নামে। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তৈরি টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করতে।
২ বছর আগেই ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। প্রথম বার। মর্গ্যান বাহিনীর এ বার নজর কুড়ি ওভারের বিশ্বকাপে। কারণ কুড়ি ওভারের ফরম্যাটে কখনও চ্যাম্পিয়ন হয়নি ইংল্যান্ড। বেন স্টোকস, জোফ্রা আর্চার, স্যাম কারান- এই তিন ক্রিকেটারকে ছাড়াই দুবাইয়ে খেলতে এসেছে ইংরেজরা। তবে ইংল্যান্ডের বেঞ্চ এতটাই শক্তিশালী যে বাকিরাও মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে। জেসন রয়, জস বাটলার, বেয়ারস্টোরা তৈরি প্রথম দিনেই তাণ্ডব দেখাতে। ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে আইপিএলে একেবারেই ছন্দে দেখা যায় নি। বিশ্বকাপ ভিন্ন মঞ্চ। দেশের জার্সিতে প্রমাণের লড়াই তাঁর কাছে। অলরাউন্ডার মঈন আলি সদ্য আইপিএল জিতেছেন। আত্মবিশ্বাসে ভরপুর। মরুশহরে শেষ দেড় মাস কাটানোয় এখানকার উইকেটও অনেক চেনা তাঁর কাছে। বোলিং আক্রমণে থাকছেন মার্ক উড, ক্রিস ওকস, ক্রিস জর্ডনরা।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে এবারও রয়েছেন ক্রিস গেইল। বয়স ৪২, তবু এখনও নিজের দিনে তিনি ভয়ঙ্কর। ক্রিকেটের ইউনিভার্স বস। আজ রাতের ম্যাচে ১১ জনের দলে তাঁকে দেখা যাবে কিনা সে তো সময়ই বলবে। এছাড়া ওপেনার লুইস আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভালোই ব্যাটিং করেছেন। সিমন্স, হেটমায়ার, পুরান, পোলার্ডসহ একগুচ্ছ বিগ হিটার। যাঁরা মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ২০ ওভারের ক্রিকেট খেলে বেড়ান ওঃ ইন্ডিজের ক্রিকেটাররা। নিজেদের দেশের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেন প্রত্যেকে। বলা যেতে পারে, ওঃ ইন্ডিজ দলের সবাই টি২০ স্পেশালিস্ট। স্পিন অলরাউন্ডার রস্টন চেস দলের ভারসাম্য বাড়িয়েছেন। সঙ্গে অপর ২ অলরাউন্ডার ব্র্যাভো ও রাসেল। যদিও হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নাইটদের হয়ে শেষের অনেকগুলো ম্যাচ খেলেননি রাসেল। পেস অ্যাটাকে অভিজ্ঞ রবি রামপাল আছেন এ বারের বিশ্বকাপ দলে। সঙ্গে থমাস, ওয়ালস।