IND vs ENG 1st Test Preview: রুটদের মুখোমুখি চোটে জর্জরিত বিরাটব্রিগেড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 03, 2021 | 8:31 PM

India vs England 1st Test Prediction: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বুধবার প্রথম টেস্ট ম্যাচে নামতে চলেছে ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 1st Test Preview: রুটদের মুখোমুখি চোটে জর্জরিত বিরাটব্রিগেড
IND vs ENG 1st Test Preview: রুটদের মুখোমুখি চোটে জর্জরিত বিরাটব্রিগেড (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

নটিংহ্যাম: ৪ অগস্ট শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তিন বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলবেন বিরাট কোহলিরা। রুটদের কাছে ৪-১ ব্যবধানে ২০১৮ সালে সিরিজ হেরেছিল ভারত। এ বারের সিরিজ শুরুর আগে বিরাট কোহলি ভারত চোট সমস্যায় রীতিমতো চাপে রয়েছে। ভারতের তিন ক্রিকেটার শুভমন গিল (ওপেনার), ওয়াশিংটন সুন্দর (অলরাউন্ডার) ও আবেশ খান (ফাস্ট বোলার) সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন। সোমবার নেটে অনুশীলন চলাকালীন মহম্মদ সিরাজের বলে মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালও। ফলে, এই মুহূর্তে কোহলি-শাস্ত্রীরা যে খুব একটা স্বস্তিতে নেই তা বেশ স্পষ্ট।

এর আগে টিম ইন্ডিয়ার ওপেনার বিকল্প নিয়ে বিস্তর গুঞ্জন শোনা যায়। শুভমন গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং কে করবেন, সেই নিয়ে বার বার প্রশ্ন উঠতে থাকে। পরিবর্ত ক্রিকেটার চাওয়া হলেও বিসিসিআই প্রথমে সেই আবেদনে সাড়া দেয়নি। পরে শ্রীলঙ্কা সফরে থাকা পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকে ইংল্যান্ডে পাঠানোর কথা জানায় বিসিসিআই।

শুভমন ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ের জন্য ভারতের কাছে তিন বিকল্প ছিল। মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল ও অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু নেট অনুশীলনে চোটের কারণে প্রথম টেস্টে নেই মায়াঙ্ক। কেএল রাহুলকে মিডল অর্ডারে নামাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অভিমন্যুর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নেই। এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর বদলে কেএল রাহুলেই ভরসা রাখছেন রবি শাস্ত্রীরা।

বেশ কিছুদিন ধরেই চেতেশ্বর পূজারা রান পাচ্ছেন না। যা যথেষ্ট চিন্তার বিষয়। তাঁর সমালোচনাও কম হচ্ছে না। ভারত অধিনায়ক কিন্তু সিরিজের আগে বলছেন, “সমালোচনা হতেই থাকবে। আমি জানি পূজারা এতে পাত্তা দেয় না। লোকে যা খুশি বলতে পারে, কিন্তু দিনের শেষে সেগুলো কেবল কয়েকটা শব্দ।” তিনি আরও বলেন, “এটি বেশ কিছু সময় ধরেই চলে আসছে। আমার মনে হয় ওর মতো ক্ষমতাবান ও অভিজ্ঞ ক্রিকেটারকে ওর মতো ছেড়ে দেওয়া ভালো। নিজের খেলায় কোথায় ত্রুটি তা ও নিজেই ভালো বের করতে পারবে।”

ওপেনিংয়ের পাশাপাশি বোলিং লাইন আপ সাজাতেও যথেষ্ট অঙ্ক কষতে হচ্ছে কোহলি-শাস্ত্রীকে। ইশান্ত-বুমরা-শামি-উমেশ-সিরাজ সকলেই ফিট সেক্ষেত্রে তিন পেসার কারা হবেন? পাশাপাশি দুই স্পিনারের মধ্যে একজনকে বেছে নিতে হলে সেটা অশ্বিন নাকি জাডেজা হবেন। নানারকম পরিকল্পনা মাথায় ঘুরছে বিরাটদের।

ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড

মোট: ১২৬টি ম্যাচ হয়েছে
ভারত জিতেছে: ৪৮ বার
ইংল্যান্ড জিতেছে: ২৯ বার
ড্র: ৪৯ বার

ইংল্যান্ডের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড

মোট: ৬২টি ম্যাচ হয়েছে
ইংল্যান্ড জিতেছে: ৩৪ বার
ভারত জিতেছে: ৭ বার
ড্র: ২১ বার

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা/শার্দূল ঠাকুর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ররি বার্নস, ডম সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ড্যানিয়েল লরেন্স, ওলি রবিনসন/স্যাম কারান, স্ট্রুয়াট ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ।

আরও পড়ুন: India vs England: জেতার লক্ষ্যে নামতে চাই, বলছেন বিরাট

Next Article