কলম্বো: আজ, রবিবার শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সীমিত ওভারের সিরিজ। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারত কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) নামবে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে। একই সময় ভারতের দুটি দল ভিন্ন দেশে রয়েছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর, জো রুটদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বর্তমানে রয়েছে ইংল্যান্ডে। তাই ভারতের সিনিয়র ব্যাটসম্যান শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল গেছে শ্রীলঙ্কা সফরে। টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সীমিত ওভারের সিরিজ দিয়ে টিম ম্যানেজমেন্ট দেখে নিতে চাইবে ভারতের রিজার্ভ বেঞ্চা থাকা সদস্যরা কতটা শক্তিশালী।
আজ, রবিবার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরু হবে বিকেল ৩টেয়। আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ৪ নম্বরে। অপরদিকে শ্রীলঙ্কা রয়েছে ৯ নম্বরে। হেড টু হেডের দিকে নজর রাখলে দেখা যায়, এগিয়ে রয়েছে ভারত। এখনও পর্যন্ত ওয়ান ডে ম্যাচে ১৫৯ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার মধ্যে ভারত জিতেছে ৯১ বার। শ্রীলঙ্কা জিতেছে ৫৬ বার। ম্যাচ অমীমাংসিত ১১ বার। টাই হয়েছে একবার।
এবারের শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে রয়েছে একঝাঁক তরুণ তুর্কি। পৃথ্বী শ, দেবদত্ত পাড়িক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকে। আইপিএল থেকে উঠে আসা তারকারা নিজেদের সেরা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। অভিজ্ঞ শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতের কুল-চা (কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল) জুটিও মাঠে তাঁদের জাদু দেখানোর অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে হতে চলেছে জমজমাট সানডে। রোহিত শর্মাদের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা থেকে ট্রফি জিতে দেশে ফিরতে মরিয়া গব্বরের পল্টন।
ভারতের সাম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, চেতন সাকারিয়া।
শ্রীলঙ্কার সাম্ভাব্য একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), পত্থুম নিসঙ্কা, ধনঞ্জয় দি সিলভা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, আকিলা ধনঞ্জয়, দুশমন্ত চামিরা, লক্ষণ সন্দাকান।