CSK vs GT, IPL 2023 : ফাইনালের বলও গড়াবে না, খেলা ছাড়াই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 29, 2023 | 6:53 PM

Ahmedabad Weather : এ বারের আইপিএলে বৃষ্টি যেন একটু বেশিই বাগড়া দিয়েছে। গ্রুপ পর্বের একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য।

CSK vs GT, IPL 2023 : ফাইনালের বলও গড়াবে না, খেলা ছাড়াই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন!
Image Credit source: Twitter

Follow Us

আমেদাবাদ: ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (IPL 2023) ১৫ বছরের ইতিহাসে এই প্রথম। আইপিএলের ফাইনাল ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে। রবিবার আমেদাবাদে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি কোনও দলই। বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত ছিল না। তাছাড়া ওভারে কাট ছাঁট করে দু’মাসের কঠিন পরিশ্রমের ফলাফল আসুক, তা চায়নি দুই ফাইনালিস্ট দল। তাই, ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে (Reserve Day)। আজ, সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবারের স্থগিত হয়ে যাওয়া ফাইনাল ম্যাচ হওয়ার কথা। কিন্তু সবটাই নির্ভর করছে আমেদাবাদের আবহাওয়ার মুডের উপর। সোমবারও কি ম্যাচে বাধা হবে বৃষ্টি? আমেদাবাদের সন্ধ্যা হুড়মুড়িয়ে বৃষ্টি নামলেও কিচ্ছু করার নেই। ঝড়, বৃষ্টি, বজ্রপাত যাই হোক না কেন, সোমবার নির্ধারিত হয়ে যাবে ২০২৩ আইপিএলের ফাইনাল। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে বৃষ্টি যেন একটু বেশিই বাগড়া দিয়েছে। গ্রুপ পর্বের একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচটি ছিল লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। ম্যাচে একটিও বল গড়ায়নি। এরপর আরসিবি বনাম গুজরাট টাইটান্স গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বৃষ্টি বাধা হয়েছিল। গুজরাট ও মুম্বইয়ের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও বৃষ্টি হয়েছিল। সেসবকে ছাপিয়ে গেল ফাইনাল ম্যাচ। তুমুল বৃষ্টি মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই দেয়নি। প্রথম বারের মতো আইপিএলের ফাইনাল ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে।

এখনও পর্যন্ত আইপিএলের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়েছে সঠিক নিয়মেই। দুটো দল ফাইনাল ম্যাচ খেলেছে। ম্যাচে জয়ী দলের হাতে উঠেছে চ্যাম্পিয়নের ট্রফি। তবে ২০২৩ সালের আইপিএল চ্যাম্পিয়ন অন্য নিয়মে নির্ধারিত হতেও পারে। কারণ প্রাকৃতিক আবহাওয়া যতই ‘ভিলেন’ হোক, সোমবারই চ্যাম্পিয়ন দল পেয়ে যাবে আইপিএল। নিয়ম হল, রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে অন্তত ৫-৫ ওভারের ম্যাচ করানোর চেষ্টা করা হবে। সেটাও সম্ভব না হলে সুপার ওভারে গড়াবে ম্যাচ। যদি একেবারেই মাঠে বল না গড়ানোর পরিস্থিতি থাকে তাহলে খেলা ছাড়াই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। লিগ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার কারণে ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটান্স। যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করার নিয়ম এখানে নেই।

Next Article