লখনউ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে গত মরসুমে। ঘরের মাঠে ম্য়াচ খেলার সুযোগ হয়নি। আইপিএল এ বার হোম অ্যাওয়ে ফরম্যাটে ফেরায় প্রথম বার ঘরের মাঠে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। সামনে দিল্লি ক্য়াপিটালস। অভিষেক মরসুমেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠের সমর্থন হয়তো আরও ভালো খেলার রসদ জোগাবে। দলগত ভাবেই শুধু নয়, ক্য়াপ্টেন লোকেশ রাহুলের জন্য় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এ বারের আইপিএল। জাতীয় দলে ক্রমশ জায়গা নড়বড়ে হচ্ছে। টেস্টে জায়গা হারিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্য়াটেও। এ বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ। এই ফরম্য়াটে জায়গা ধরে রাখতে হলে আইপিএলে ব্য়াটিং, কিপিং দুই বিভাগেই ধারাবাহিকতা দেখাতে হবে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলকে। প্রথম ম্য়াচেই কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে নামতে হচ্ছে। লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্য়াপিটালস ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
দিল্লি ক্য়াপিটালস শিবিরে নানা কারণে তাগিদ বেশি। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ গত বছরের শেষ দিকে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ। মাঠে ফিরতে কতটা সময় লাগবে, তা অজানা। ‘ক্য়াপ্টেন’ এর জন্যই আরও ভালো খেলার তাগিদ দিল্লি শিবিরে। ঋষভ পন্থ সশরীরে টিমের সঙ্গে থাকতে না পারলেও ডাগআউটে তাঁর উপস্থিতি দেখা যাবে। দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়েছিলেন, টিমের সকলের জার্সি কিংবা টুপিতে ঋষভের জার্সি নম্বর ১৭ রাখা থাকবে। টিম তাঁর পাশে আছে, এই বার্তাই দেবে দিল্লি ক্য়াপিটালস। ঋষভের অনুপস্থিতিতে দিল্লি ক্য়াপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। সহ অধিনায়ক অক্ষর প্য়াটেল। প্রস্তুতির দিক থেকেও দারুণ জায়গায় রয়েছে দিল্লি ক্য়াপিটালস। পৃথ্বী শ ঘরোয়া ক্রিকেটে অনবদ্য় ছন্দে। মিচেল মার্শ ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের শুরুর দিকে পাওয়া যাবে না। দিল্লি ক্য়াপিটালস প্রথম ম্যাচে অনরিখ নর্ৎজে এবং লুনগি এনগিডিকে পাচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে দিল্লি শিবিরে তাঁকে কত তাড়াতাড়ি পাওয়া যাবে সেটাই প্রশ্ন।
দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের না পাওয়া যাওয়ায় সবচেয়ে বেশি চিন্তায় লোকেশ রাহুল। এই ম্যাচে বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি’কককে ছাড়াই নামতে হবে লখনউকে। তারা হয়তো প্রথম একাদশে তিন বিদেশি খেলাতে পারে। ইমপ্য়াক্ট প্লেয়ার নিয়ম ব্য়বহার করে টস এবং পিচ অনুযায়ী পরিকল্পনা বদলাতে পারে লখনউ। দিল্লি শিবিরে পন্থের অনুপস্থিতিতে উইকেট কিপিং বিকল্প ভাবা হচ্ছে সরফরাজ খানকে। গত কয়েক দিনের অনুশীলনে সরফরাজকেই এই ভূমিকায় দেখা গিয়েছে। দু-দলেই নজর থাকবে ইমপ্য়াক্ট প্লেয়ার নিয়ম কীভাবে কাজে লাগায়, সেদিকে।