পুনে: এ বারের আইপিএল (IPL 2022) অভিযানটা মোটেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ৩ ম্যাচে ৩টে-তেই হেরেছে। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি রোহিত শর্মারা। ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান করে নাইটদের ম্যাচ জেতান প্যাট কামিন্স। অজি অলরাউন্ডারের অবিশ্বাস্য ইনিংস ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয়। ম্যাচ হারের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের আরও বাড়তি আগ্রাসন দেখানোর কথা বলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা নাইট ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। আজ সন্ধেয় পুনেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের (RCB) মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স।
অন্যদিকে আরসিবি প্রথম ম্যাচ হারলেও, বাকি দুটো ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করেছে। বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ আরসিবির জার্সিতে দুরন্ত পারফর্ম করে চলেছেন। বিশেষ করে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শাহবাজের পারফরম্যান্স ঈর্ষণীয়। দীনেশ কার্তিকে স্লগ ওভারে ব্যাট হাতে বাজিমাত করছেন। এটাই বাড়তি ইউএসপি বেঙ্গালোর দলে। মুম্বইয়ের বিরুদ্ধে দলে ফিরছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ফলে দলের ব্যাটিং গভীরতাও যেমন বাড়ছে, তেমনই বাড়ছে শক্তি। রাদারফোর্ডের বদলে ম্যাক্সওয়েলের খেলার সম্ভাবনা প্রবল।
মুম্বই দলে ড্যানিয়েল স্যামসের বদলে খেলবেন রিলে মেরেডিথ। আজই মুম্বই জার্সিতে অভিষেক হতে চলেছে মেরেডিথের। নাইটদের বিরুদ্ধে স্যামসের ওভার দুঃস্বপ্নেও ভুলতে পারবেন না রোহিত শর্মা। জসপ্রীত বুমরা, টিমাল মিলসের সঙ্গে দেখা যাবে মেরেডিথকে। সঙ্গে কায়রন পোলার্ড, মুরুগ্গান অশ্বিন। একই সঙ্গে মুম্বইকে ভাবাচ্ছে অধিনায়ক রোহিতের অফ ফর্ম। প্রথম ম্যাচে রান পেলেও, বাকি দুটো ম্যাচে রানই পাননি হিটম্যান। ঈশান কিশানের ব্যাট থেকেও গত ম্যাচে রান আসেনি। নবাগত ডিওয়াল্ড ব্রেভিস আইপিএল অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন। সূর্যকুমার যাদব দলে ফেরায় শক্তিও অনেকটা বেড়েছে। তরুণ তিলক বর্মাও মুম্বই শিবিরকে ব্যাট হাতে আশ্বস্ত করেছেন।
অন্যদিকে বেঙ্গালোর শিবিরে ভাবাচ্ছে দলের টপ অর্ডার। অধিনায়ক ফাফ ডুপ্লেসি প্রথম ম্যাচে রান পেলেও, বাকি দু’ম্যাচে তাঁর ব্যাট থেকে সে ভাবে রান দেখা যায়নি। এ দিকে বিরাটোচিত ইনিংস দেখা যাচ্ছে না কোহলির ব্যাট থেকেও। তবে ম্যাক্সওয়েল ফেরায় একজন নির্ভরযোগ্য ব্যাটারের সংখ্যা নিঃসন্দেহে বাড়ল। একই সঙ্গে শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, হাসারাঙ্গারও আছেন দলে। বোলিং বিভাগে হর্ষল প্যাটেল ছাড়া বাকি দুই বোলার মহম্মদ সিরাজ, আকাশদীপ গত ম্যাচে ফ্লপ হয়েছেন। পেস অ্যাটাক অবশ্যই একটা চিন্তার জায়গা। একই সঙ্গে ডেভিড উইলিকেও বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে। আরসিবির ক্যাপ্টেন ডুপ্লেসি থাকলেও, আদতে ম্যাচের আকর্ষণ বিরাট বনাম রোহিত। ভারতের প্রাক্তন বনাম বর্তমান অধিনায়কের লড়াই। শনি দুপুরে এক হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু’প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
আরও পড়ুন: IPL: শোয়েবকে বাঁচিয়েছিলেন সৌরভ, কবে জানেন?