MI vs SRH IPL 2022 Match Prediction: নিয়মরক্ষার ম্যাচ মুম্বইয়ের, জয়ে ফেরার চ্যালেঞ্জ হায়দরাবাদের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 17, 2022 | 8:00 AM

Mumbai Indians vs Sunrisers Hyderabad Preview:

MI vs SRH IPL 2022 Match Prediction: নিয়মরক্ষার ম্যাচ মুম্বইয়ের, জয়ে ফেরার চ্যালেঞ্জ হায়দরাবাদের
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ।

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL 2022) আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আইপিএলের প্লে অফ থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বই। রোহিতদের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার। একই সঙ্গে মর্যাদার। অন্যদিকে হায়দরাবাদের এখনও প্লে অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা আছে। কেন উইলিয়ামসনদের কাছে মুম্বই ম্যাচ একপ্রকার ডু অর ডাই। ১২ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে ৮ নম্বরে আছে হায়দরাবাদ। শেষ দুটো ম্যাচেই হেরেছেন অভিষেক শর্মারা। প্লে অফের টিকিট পেতে হলে বাকি দুটো ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও। পয়েন্টের বিচারে সর্বোচ্চ ১৪ পয়েন্টের বেশি আর এগোতে পারবে না হায়দরাবাদ। নেট রান রেটও ভালো নয়। অন্যদিকে আজ মুম্বই জিতলে টেবিলের লাস্ট পজিশন থেকে এক ধাপ উপরে উঠতে পারে। সেক্ষেত্রে লাস্ট বয়ের জায়গায় চলে যেতে পারে ধোনির চেন্নাই সুপার কিংস।

 

১৭ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ৯ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বাকি ৮ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দুটো ম্যাচেই ওয়াংখেড়ের উইকেটে বেশি রান ওঠেনি। লো স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। দেড়শোর কাছাকাছি রানই উপভোগ্য হয়ে উঠছে শেষ বেলায়।

 

সানরাইজার্স হায়দরাবাদ হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। একই সঙ্গে মুম্বইকে হারিয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতেও তৎপর। কেন উইলিয়ামসন ফর্মে নেই। গত ম্যাচে অভিষেক শর্মা রান পেলেও বড় রান পাননি। নাইটদের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরানরাও। হায়দারাবাদের দলে ভারসাম্য থাকলেও শেষ দুটো ম্যাচে হারই সমস্ত হিসেব পাল্টে দিয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তনের লড়াই হায়দরাবাদের। কাজটা বেশ কঠিন উইলিয়ামসনদের কাছে। মার্করাম, শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দররা লোয়ার মিডল অর্ডারে বড় রান তুলতে মরিয়া। বোলিং বিভাগে উমরান মালিক ফের ছন্দে ফিরেছেন। কেকেআরের বিরুদ্ধে বেশ ভালো পারফর্ম করেছিলেন উমরান। নটরাজন, ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসেনরাও মুম্বইয়ের ব্যাটিং বিভাগকে বেগ দিতে মরিয়া।

 

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তবে রানে ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। চলতি আইপিএলে এখনও হাফসেঞ্চুরি পাননি হিটম্যান। বাকি দুটো ম্যাচ থেকে একটা হাফসেঞ্চুরি পাওয়ার আশায় রোহিত। ঈশান কিশানকে এ বার চড়া দামে দলে নিয়েছিল মুম্বই। বাঁ-হাতি কিপারও সে ভাবে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে মুম্বই দলের হয়ে এই আইপিএলে নজর কেড়েছেন তিলক বর্মা। হায়দরাবাদের বিরুদ্ধেও নিজেকে মেলে ধরতে চান তিলক। অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস গত ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছিলেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রান পেয়েছিলেন। বুমরা, কার্তিকেয়ারাও হায়দরাবাদের বোলিং লাইন আপকে বেগ দিতে তৈরি।

 

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।

 

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।

 

 

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: বাটলারের ব্যাটে রান নেই, তবুই অরেঞ্জ ক্যাপের তিনিই মালিক

Next Article