দীপঙ্কর ঘোষাল : বেশ কিছু ক্লোজ ম্যাচে হার। নিজেদের রাস্তা নিজেরাই কঠিন করে রেখেছে রাজস্থান রয়্যালস। গত বারের রানার্স। এ বারও আইপিএলের শুরুটা দারুণই হয়েছিল। এখন সব হিসেব ওলট পালট হয়ে রয়েছে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। হারলে বিদায়। জিতলেও জটিল অঙ্কের অপেক্ষা। ধর্মশালায় ঘরের মাঠে গত ম্যাচে জয়ের দরজা থেকে ফিরেছিল পঞ্জাব কিংস। দিল্লি ক্যাপিটালস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাদের কিছু হারানোর ছিল না। তবে পঞ্জাবের কাছে ছিল মরণ বাঁচন ম্যাচ। দিল্লির বিরুদ্ধে জেতার নানা সুযোগ ছিল পঞ্জাবের কাছে। কিন্তু তীরে এসে তরী ডোবে পঞ্জাব কিংস। আজ আবারও ধর্মশালায় ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষর মতো পঞ্জাবেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেটে রাজস্থানের তুলনায় অনেকটাই পিছিয়ে। রাজস্থানের মতো শেষ সুযোগ পঞ্জাবেরও। তবে শুধু জিতলেই চলবে না। বিশাল ব্যবধানে জিততে হবে। না হলে জটিল অঙ্কেও টিকে থাকা কঠিন। দু-দলের কাছেই পরিস্থিতি যেন, জলে কুমীর ডাঙায় বাঘ! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
পঞ্জাব কিংস হোক কিংবা রাজস্থান রয়্যালস। তাদের বেশ কিছু সিদ্ধান্ত এ মরসুমে প্রশ্ন তোলার মতোই। পঞ্জাবের ক্ষেত্রেই গত ম্যাচটির কথা ধরা যাক। দিল্লির বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব। ধর্মশালার পিচে পেস, বাউন্স, সুইং সবই রয়েছে। যদিও বোলাররা সেই পরিস্থিতি কাজে লাগাতে পারেননি। পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্যাটিং করে দিল্লি। তেমনই অর্শদীপ সিং, কাগিসো রাবাডার ওভার বাকি থাকা সত্ত্বেও শেষ ওভারে বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রারকে আক্রমণে আনেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। অথচ এই হরপ্রীত ব্রারকে স্পিন সহায়ক চিপকে বোলিংই করায়নি পঞ্জাব। কিন্তু দিল্লির বিরুদ্ধে ধর্মশালার পিচে তাঁর ওপরই অতিরিক্ত ভরসা করা হল। শুধু শেষ ওভার বললে ভুল হবে। ১৬, ১৮তম ওভারেও তাঁকে বোলিং করানো হয়। হরপ্রীতের শেষ তিন ওভারে এসেছে ৩৯ রান। উল্টোদিকে ছিলেন দিল্লির সেট ব্যাটার বাঁ হাতি রাইলি রোসো। ব্যাটিংয়ের ক্ষেত্রেও দেখা যায়, প্রথম ওভারেই মেডেন। পরের ওভারের প্রথম বলেই আউট অধিনায়ক শিখর ধাওয়ান। আস্কিং রেট ক্রমশ বাড়ছে। অথচ পঞ্জাব শিবিরের তিন বিধ্বংসী ব্যাটার জীতেশ শর্মা, স্যাম কারান এবং শাহরুখ খানকে অপেক্ষা করে যেতে হল। ২০০ প্লাস রান তাড়া করতে নেমে অথর্ব তাইডে সেট হয়েও গিয়ার শিফ্ট করতে পারেননি। তিনি রিটায়ার আউট না হলে ম্যাচ এতটাও ক্লোজ হত কীনা সন্দেহ। কার্যত একার হাতে পঞ্জাবকে জয়ের সামনে পৌঁছে দিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন।
রাজস্থান রয়্যালসের ধারাবাহিকতাও ধোঁয়াশার। জেসন হোল্ডারকে বেশির ভাগ ম্যাচে সুযোগই দেওয়া হয়নি। আর যে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, তাঁর ব্যাটিং দক্ষতাকে কাজে লাগানো হয়নি। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার বিধ্বংসী ব্যাটিংও করতে পারেন, সেটা যেন ভুলেই গিয়েছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। তেমনই টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অস্ত্র ওবেদ ম্যাকয়কেও সেই অর্থে ব্যবহার করেনি রাজস্থান।
ধর্মশালায় এই ম্যাচের আগে দু-দলে ফিটনেস জনিত কোনও সমস্যা নেই বলেই খবর। তবে সুইংয়ের কন্ডিশনে অ্যাডাম জাম্পার জায়গায় ট্রেন্ট বোল্টকে ফেরাতে পারে রাজস্থান রয়্যালস। পঞ্জাব টসে জিতলে এবং ফিল্ডিং নিলে এই ম্যাচেও প্রভসিমরন সিংকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে।