দীপঙ্কর ঘোষাল : তালিকাটা লম্বা। ফাস্ট বোলারের বিকল্প কমছে চেন্নাই সুপার কিংসের। পর পর অ্যাওয়ে ম্য়াচে যা গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির টিমের জন্য। চিপকের পিচ স্পিন সহায়ক। সেখানে ম্যাচ থাকলে হয়তো এই খামতি পূরণ করা যেত। চেন্নাই সুপার কিংসে স্পিন বোলিং বিভাগ খুবই ভালো, বিকল্পও প্রচুর। পেস আক্রমণে চোটের তালিকায় দীপক চাহার, সিসান্দা মাগালা, সিমরনজিৎ সিং। বেন স্টোকসেরও চোট। এ বার ব্যাটিংয়ে তাঁকে ব্য়বহার করা গেলেও বোলিংয়ে সামান্য়ই দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে আজ চেন্নাই সুপার কিংস অ্যাওয়ে ম্য়াচে নামছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে। দলে শ্রীলঙ্কার স্লিঙ্গার মাতিসা পাথিরানা কোভিড থেকে সেরে উঠেছেন। তাঁকে আরও কিছুদিন সুযোগ দিতে হবে ম্য়াচ ফিট হয়ে উঠতে। আরসিবির শক্তিশালী ব্য়াটিং লাইন আপের বিরুদ্ধে বোলিং বিভাগ নিয়ে বেশ কিছুটা চাপে সিএসকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
চোট সমস্যা শুধুমাত্র সিএসকে শিবিরেই নয়। আরসিবিও একই সমস্যায় জর্জরিত। তবে কিছুটা হলেও সামলে নিয়েছে তারা। তুলনামূলক ভাবে চেন্নাই সুপার কিংসের থেকে ভালো পরিস্থিতিতে আরসিবি। আলাদা করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। পাওয়ার প্লে-তে অনবদ্য পারফর্ম করছেন সিরাজ। রিস টপলির পরিবর্ত হিসেবে ক’দিন আগেই আগেই আরসিবিতে যোগ দিয়েছিলেন অভিজ্ঞ ওয়েন পার্নেল। ভরসা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই বাঁ হাতি পেসার। তেমনই বলতে হয় গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে আরসিবির জয়ের অন্য়তম নায়কের কথা। অভিষেক ম্য়াচেই চমকে দিয়েছিলেন পেসার বিজয়কুমার বিশাখ। চিন্নাস্বামীর ছোট মাঠেও ১৭৪ রানের পুঁজি নিয়ে দিল্লি ক্য়াপিটালসকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল আরসিবির বোলিং আক্রমণই। তবে সেটি ছিল দিনের ম্য়াচ। রাতের ম্য়াচে টস হারলে এবং প্রথমে ব্য়াট করতে হলে এই বোলিং লাইন আপ নিয়ে কতটা সামলে উঠতে পারবে আরসিবি, কিছুটা ভাবনা থাকেই।
কোভিড থেকে সদ্য সেরে ওঠায় ঘরের মাঠে পাথিরানাকে না খেলানো হলেও আরসিবির বিরুদ্ধে তাঁকে সুযোগ দিতে পারে সিএসকে। আর নয়তো ফেরানো হতে পারে ডোয়েন প্রিটোরিয়াসকে। আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং করেছেন বেন স্টোকসও। সেটাও কিছুটা স্বস্তির খবর চেন্নাই সুপার কিংস শিবিরে। ব্য়াটিংয়ের দিক থেকে কিছুটা হলেও চিন্তা কম চেন্নাই সুপার কিংসের। বিশেষ করে অজিঙ্ক রাহানে গত দু-ম্য়াচে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। ছন্দে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। দক্ষিণের ডার্বিতে নজর থাকবে গুরু-শিষ্যর দিকেও। বিরাট কোহলি এখন আর অধিনায়ক নন। তবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সু-সম্পর্ক কারও অজানা নয়। মাঠের প্রতিদ্বন্দ্বিতায় আরও এক বার নজর থাকবে।