UPW vs RCB, WPL 2023 Match Prediction: অধিনায়কের পারফরম্যান্সে তাকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ও ইউপি ওয়ারিয়র্স

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 10, 2023 | 8:30 AM

Royal Challengers Bangalore vs UP Warriorz Preview: ইউপি ওয়ারিয়র্স গত ম্যাচে অবাক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের আগের ম্যাচের নায়ক গ্রেস হ্যারিসকেই একাদশে রাখেনি। এই ম্যাচে তাঁকে একাদশে ফেরানো হয় কী না, সেদিকে নজর রাখতে হবে।

UPW vs RCB, WPL 2023 Match Prediction: অধিনায়কের পারফরম্যান্সে তাকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ও ইউপি ওয়ারিয়র্স
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগ জমে উঠেছে। অনবদ্য কিছু ম্যাচ দেখা গিয়েছে। কিছু ব্যক্তিগত পারফরম্যান্সও নজর কেড়েছে। রয়েছে হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত। এখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। তারকা সমৃদ্ধ দল গড়েও আরসিবির এমন পরিস্থিতি কেউই প্রত্যাশা করেনি। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের কাছে আরও একটা কঠিন লড়াই। উল্টোদিকে, ইউপি ওয়ারিয়র্স। তারা একটা ম্যাচ জিতেছে। দু-দলই যেটা মনে-প্রাণে চাইছে, তাদের অধিনায়ক তথা ওপেনিং ব্যাটার রানে ফিরুক। আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা গত তিন ম্যাচেই ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ। ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি ফর্ম হাতরে বেড়াচ্ছেন। এই দু-জন রানে না ফিরলে জয়ে ফেরা কঠিন। উইমেন্স প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউপি ওয়ারিয়র্স। ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

এই ম্য়াচে অবশ্যই নজর থাকবে স্মৃতি মান্ধানার দিকে। নেতৃত্বই কি তাঁর ব্য়াটিংয়ে প্রভাব ফেলছে! এমনটা যদিও হওয়ার কথা নয়। জাতীয় দলে সহ অধিনায়ক তিনি। হরমনপ্রীতের অনুপস্থিতিতে জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন। একটা বড় ইনিংস যেন সময়ের অপেক্ষা। হতেই পারে, সেই বড় ইনিংস ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধেই এল। আরসিবি শিবিরে এই ম্যাচে বাড়তি নজর থাকবে সোফি ডিভাইন এবং হেদার নাইটের দিকে। দু-জনেই জাতীয় দলের অধিনায়ক। সোফি নিউজিল্য়ান্ড এবং হেদার ইংল্য়ান্ডের। গত ম্য়াচে ২০২ রান তাড়া করতে নেমে সোফি ডিভাইন অনবদ্য ইনিংস খেলেছেন। তেমনই শেষ দিকে আশা জাগিয়েছিলেন হেদার নাইট। শেষ ওভারে প্রথম বল থেকে তিনি স্ট্রাইকে থাকলে হয়তো ম্যাচের রং বদলে যেতে পারত। তেমনই আনক্যাপড ভারতীয় প্লেয়ার শ্রেয়াঙ্কা পাটিলের দিকেও নজর থাকবে। মূলত অফস্পিনার হলেও, তাঁর ব্য়াটিং দক্ষতা গত দু-ম্য়াচেই দেখা গিয়েছে। যদিও লোয়ার অর্ডারে নামায় এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

ইউপি ওয়ারিয়র্স গত ম্য়াচে অবাক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের আগের ম্যাচের নায়ক গ্রেস হ্য়ারিসকেই একাদশে রাখেনি। এই ম্যাচে তাঁকে একাদশে ফেরানো হয় কী না, সেদিকে নজর রাখতে হবে। ইউপি-র হয়ে গত ম্য়াচে ব্যাট হাতে একলা লড়াই চালিয়েছেন তাহিলা ম্যাকগ্রা। মাত্র ৫০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যদিও তাঁর ইনিংসও ম্যাচ জেতানোর জন্য় যথেষ্ঠ ছিল না। শেষ অবধি ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হয়। অপ অর্ডার ভালো শুরু দিতে পারলে ইউপি ওয়ারিয়র্স এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই পারে।

Next Article