Asia cup 2023 SL vs BAN Match Prediction: এশিয়া কাপে আজ হাইভোল্টেজ ‘নাগিন’ ডার্বি!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 31, 2023 | 7:00 AM

Asia cup 2023 Sri Lanka vs Bangladesh Match Preview: কিছুদিন আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে সাপ বেরনোর পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মাঠে সাপ দেখা গেলেও যেমন অবাক হওয়ার নেই, তেমনই নাগিন ডান্স সেলিব্রেশন!

Asia cup 2023 SL vs BAN Match Prediction: এশিয়া কাপে আজ হাইভোল্টেজ নাগিন ডার্বি!
Image Credit source: twitter

Follow Us

পাল্লেকেলে: গত কয়েক বছরে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ আলাদা মাত্রা নিয়েছে। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আজ এশিয়া কাপ অভিযান শুরু করছে। প্রতিপক্ষ বাংলাদেশ। আর এই দু-দলের লড়াইয়ে মনে পড়ে সেই নাগিন ডান্স? ২০১৮ সালে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিয়ে হয়েছিল নিদাহাস ট্রফি। সেই ত্রিদেশীয় সিরিজে বেশি করে নজরে পড়েছিল এই সেলিব্রেশন এবং প্রতিপক্ষকে তাতানোর খেলা। যদিও এর শুরু অনেক আগেই। তামিম ইকবাল একটি সাক্ষাৎকারে তা খোলসা করেছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে এর শুরু। বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাজমুল হাসান আপু এরকম সেলিব্রেশন করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচেও উইকেট নিয়ে এই সেলিব্রেশনে দেখা যায়। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে কেন এর আমদানি? বাংলাদেশ সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে এমন সেলিব্রেশন করেছিলেন শ্রীলঙ্কার দানুষ্কা গুণতিলক। তা ভোলেননি মুশফিকুর রহিম। পরবর্তীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এই সেলিব্রেশন ট্রেডমার্ক হয়ে দাঁড়ায়। আজ এশিয়া কাপে ‘নাগিন ডার্বি’। অনেকে এমনটাই বলছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপে অভিযান শুরুর আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা দুই শিবিরই অবশ্য শান্তির বার্তা দিয়েছেন। মাঠের বাইরে তাদের মধ্যে কোনও ‘বিতর্ক’ নেই এমন জানিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা এবং বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানও। ম্যাচে যে একইরকম উত্তেজনা থাকবে, সেটাই বরং প্রত্যাশিত। এশিয়া কাপে দুই শিবিরই অবশ্য প্রবল চাপে। চোট এবং নানা কারণে দু-দলেরই বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অনবদ্য পারফর্ম করেছে শ্রীলঙ্কা। ভারতে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট জিতে নিয়েছে তারা। এশিয়া কাপে ফুল ফিট স্কোয়াড পাচ্ছে না।

শ্রীলঙ্কার মতো একই পরিস্থিতি বাংলাদেশেরও। তামিম ইকবাল আগেই ছিটকে গিয়েছেন। সেই তালিকায় যোগ হয়েছে লিটন দাস, এবাদত হোসেনের নামও। শেষ মুহূর্তে লিটনের চোট নিঃসন্দেহে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। কিছুদিন আগে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের মাঝেই নেতৃত্ব নিয়ে চরম নাটক হয়েছে বাংলাদেশ টিমে। তামিম ইকবাল অবসর নেন, একদিনের মধ্যেই সিদ্ধান্ত বদলান। চোটে মাঠে ফেরা হয়নি এখনও। সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে ভালো পারফর্ম করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াতেই নজর বাংলাদেশের। পাল্লেকেলের পরিস্থিতি বাংলাদেশ স্পিনারদের জন্য লাভজনক হতে পারে।

শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে বেশ কিছু তরুণ ক্রিকেটারের দিকে নজর থাকবে। আর ম্যাচের পাশাপাশি বাড়তি আকর্ষণ ‘নাগিন’ ডান্স সেলিব্রেশন। বিশেষত, কিছুদিন আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে সাপ বেরনোর পরই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। মাঠে সাপ দেখা গেলেও যেমন অবাক হওয়ার নেই, তেমনই নাগিন ডান্স সেলিব্রেশন!

Next Article