UPW vs RCB, WPL 2023 Match Prediction: ওয়ারিয়র্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছে দিশাহীন আরসিবি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 15, 2023 | 9:00 AM

UP Warriorz vs Royal Challengers Bangalore Preview: আজকের ম্য়াচে তাদের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্সও ধারাবাহিকতা দেখাতে ব্য়র্থ। তবে প্রথম ম্য়াচে জয়, পরের ম্য়াচে হার। এই ধারাই চলেছে। নিজেদের চার ম্য়াচের মধ্যে দুটি করে জয় ও হার। তাদের নেট রানরেট প্লাসের ঘরেই রয়েছে। প্রতিটা জয় তাদের সুরক্ষিত করবে।

UPW vs RCB, WPL 2023 Match Prediction: ওয়ারিয়র্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছে দিশাহীন আরসিবি
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: ঠিক কী ভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব? এই প্রশ্নেরই যেন উত্তর খুঁজছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। দলে দেশ-বিদেশের একঝাঁক তারকা ক্রিকেটার। বেশ কিছু ব্য়ক্তিগত ভালো ইনিংস। বোলিংয়েও তাই। দলগত ভাবে পারফরম্য়ান্স! সঠিক কম্বিনেশন কিংবা ঘুরে দাঁড়ানোর রাস্তা, সবটাই যেন অচেনা। রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর কি ঘুরে দাঁড়াতে পারবে? এ বার তাদের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স। এখনও অবধি পাঁচ ম্য়াচ খেলে পাঁচটিতেই হার। প্লে-অফে যেতে হলে বাকি সব ম্য়াচেই জিততে হবে। শুধু তাই নয়, নজর রাখতে হবে বাকি দলের ফলাফলের দিকেও। রয়্যাল চ্য়ালেঞ্জার্সের জন্য় কিছুটা স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স পর পর জিতে চলেছে। বাকি দলগুলির হারে ক্ষীণ আশা টিকে থাকছে আরসিবির জন্য়। নিজেরাই যদি জিততে না পারেন, সেক্ষেত্রে কোনও অঙ্কই টিকবে না। সম্ভবত, ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ আরসিবির সামনে। আর একটা হার মানেই বাকি ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে আরসিবির কাছে। উইমেন্স প্রিমিয়ার লিগের ত্রয়োদশতম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইউপি ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের ক্ষেত্রে সবচেয়ে অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে স্মৃতি মান্ধানার ফর্ম। বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা ওপেনার স্মৃতি মান্ধানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন। একটি ম্যাচে অল্পের জন্য় শতরানও হাতছাড়া হয়। উইমেন্স প্রিমিয়ার লিগেও বেশ কিছু ম্য়াচে শুরুটা ভালো করেছেন। কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। স্পিনারদের বিরুদ্ধে সবচেয়ে অস্বস্তিতে দেখিয়েছে তাঁকে। যতক্ষণ না ধৈর্য ধরে ক্রিজে পড়ে থাকবেন, রানে ফেরা কঠিন। আর ক্যাপ্টেন পারফর্ম না করতে পারলে, দলের বাকিদের আত্মবিশ্বাস ক্রমশ তলানিতে থাকবে এমনটাই স্বাভাবিক। আরসিবির ক্ষেত্রে যেন এটাই হয়েছে। ক্রমশ দিশাহীন হয়ে পড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।

আজকের ম্য়াচে তাদের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্সও ধারাবাহিকতা দেখাতে ব্য়র্থ। তবে প্রথম ম্য়াচে জয়, পরের ম্য়াচে হার। এই ধারাই চলেছে। নিজেদের চার ম্য়াচের মধ্যে দুটি করে জয় ও হার। তাদের নেট রানরেট প্লাসের ঘরেই রয়েছে। প্রতিটা জয় তাদের সুরক্ষিত করবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, রাউন্ড রবিন পর্ব শেষে একেবারে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলের মধ্য়ে এলিমিনেটর। জিতলে ফাইনাল, হারলে বিদায়। মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্রথম তিনে থাকা নিশ্চিত করেছে। বাকি দুটি স্থানের দৌড়ে থাকতে হলে, এই ম্য়াচে জিততে হবে ইউপি ওয়ারিয়র্সকেও। অ্যালিসা হিলি, তাহিলা ম্য়াকগ্রাদের পারফরম্য়ান্স কিছুটা হলেও আরসিবির বিরুদ্ধে এগিয়ে রাখছে ইউপিকে।

Next Article