Virat Kohli: বিরাটের ম্যাচ দেখতে কি কলকাতায় আসবেন অনুষ্কা?
Anushka Sharma: আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হওয়ার আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একসঙ্গে স্পোর্টস অনার অনুষ্ঠানে গিয়েছিলেন।
কলকাতা: বিরাট.. বিরাট… কোহলি… কোহলি… এই চিৎকারেই রবিরাতের চিন্নাস্বামী স্টেডিয়াম মেতেছিল। আর মাতবে নাই বা কেন, চার বছর পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ পেয়েছে সবক’টি ফ্র্যাঞ্চাইজি। হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে এ বারের আইপিএল (IPL) হওয়ায় চিন্নাস্বামীতে খেলার সুযোগ পেয়ে ম্যাচের আগেই উচ্ছ্বসিত ছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাই ঘরের মাঠে কোহলি খেলতে নেমেছিলেন একটা বাড়তি খিদে নিয়ে। রানের খিদে। এই খিদে পূর্ণ না হলে কিং কোহলি যে স্বস্তি পান না। বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। চিন্নাস্বামীর ভরা গ্যালারি যখন একদিকে বিরাট ধ্বনিতে মেতে উঠেছিল, তখন ২২ গজের বাইরে বল পাঠাতে ব্যস্ত ছিলেন বিরাট। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ অবধি ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট। কিং কোহলির এই ম্যাচ জেতানো ইনিংসের পর ইন্সটাগ্রামে আরসিবির ড্রেসিংরুমের ভিডিয়োর ঝলক শেয়ার করেছেন বিরাটের স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ৬ এপ্রিল আরসিবির দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ কলকাতা। ইডেন গার্ডেন্সে হবে সেই ম্যাচ। আজ, সোমবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল আরসিবি টিমের। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখার জন্য যে ভিড় উপচে পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আরসিবির ম্যাচ দেখতে কি কলকাতায় আসবেন মিসেস বিরাট কোহলি? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হওয়ার আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একসঙ্গে স্পোর্টস অনার অনুষ্ঠানে গিয়েছিলেন। এ ছাড়া বিরুষ্কা জুটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে উপস্থিত হয়েছিলেন ক্রিশ্চিয়ান ডিওরের ভারত উদ্বুদ্ধ প্রিফল কালেকশনের ফ্যাশন শোতেও। সেই শো-য়ের রেড কার্পেটে বিরুষ্কা জুটি কার্যত আগুন ঝরিয়েছিলেন। তারপর দু’জনই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন। আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন বিরাট-ডু’প্লেসিরা। এই জয়ের ধারাই পুরো টুর্নামেন্টে ধরে রাখতে চায় আরসিবি।
কোনও বিদেশ সফর হোক বা আইপিএল ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা তাঁদের সঙ্গে এক ভেনু থেকে অন্য ভেনুতে গিয়ে থাকেন। কিন্তু অনুষ্কার মতো ব্যস্ত অভিনেত্রীর ক্ষেত্রে মেয়ে ভামিকা ও নিজের কাজ ছেড়ে বিরাটের সব ম্যাচ দেখতে আসা সব সময় সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে কোনও সিনেমার শুটিং আপাতত করছেন না অনুষ্কা। ২০১৮ সালে অনুষ্কার শেষ সিনেমা মুক্তি পেয়েছিল। বর্তমানে ছোট্ট ভামিকাকে নিয়েই তাঁর সময় কেটে যাচ্ছে। ফলে ৬ এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্কা যে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখতে আসবেন, তার কোনও নিশ্চয়তা নেই।