IPL 2021: এই জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে: কোহলি

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 09, 2021 | 3:07 PM

ম্যাচ শেষে বিরাট (Virat Kohli) বলেন, 'শুরুতে উইকেট হারানোর পরও টেবিল টপারকে হারিয়েছি। সত্যিই ভালো লাগছে। আমরা ওদের দু'বার হারালাম। শুরুতে এবি ডিভিলিয়ার্সের (ABD) ব্যাটিং আর পরে ভরত (KS Bharat)-ম্যাক্সওয়েল (Maxwell) জুটির ব্যাটিংই আমাদের মূল্যবান জয় এনে দিল।'

IPL 2021: এই জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে: কোহলি
দলের জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট। সৌ:আইপিএল

Follow Us

দুবাই: অবিশ্বাস্য ম্যাচ জয়ের পর খুশির ছোঁয়া দেখা যায় আরসিবির (RCB) ড্রেসিংরুমে। প্রায় হারা ম্যাচ জিতে আনন্দিত গোটা দল। ক্রিকেটারদের প্রশংসায় অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। সোমবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে এলিমিনেটরের (Eliminator) ম্যাচ খেলতে নামবে আরসিবি (RCB)। তার আগে এই জয় দলের মনোবল অনেকটা বাড়িয়ে দেবে। বক্তা আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ শেষে ক্যাপ্টেন কোহলি বলেন, ‘অবিশ্বাস্য ম্যাচ। আমাদের কিছু হারানোর ছিল না। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে সবসময় নিজেদের সেরাটা দিতে চেষ্টা করি। আর যখন সেটা আইপিএলের মঞ্চ হয়, তাগিদ অনেকটা বেড়ে যায়। এই জয় আমাদের কয়েক যোজন আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। যে কোনও পরিস্থিতি থেকেই আমরা ম্যাচ জিততে পারি। এই বিশ্বাসটা ঢুকে পড়েছে দলের মধ্যে।’

১৬৫ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে আরসিবি। দেবদত্ত পাড়িক্কল (০) ও বিরাট কোহলি (৪) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) কিছুটা চেষ্টা চালানোর পর তিনিও আউট হয়ে যান। কিন্তু আরসিবির ইনিংসকে টেনে তোলেন কেএস ভরত (KS Bharat)-গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) জুটি। চতুর্থ উইকেটের জুটিতে ওঠে ১১১ রান। ম্যাচ শেষে বিরাট আরও বলেন, ‘শুরুতে উইকেট হারানোর পরও টেবিল টপারকে হারিয়েছি। সত্যিই ভালো লাগছে। আমরা ওদের দু’বার হারালাম। শুরুতে এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং আর পরে ভরত-ম্যাক্সওয়েল জুটির ব্যাটিংই আমাদের মূল্যবান জয় এনে দিল।’

ভরতের ইনিংস সম্পর্কে কোহলি বলেন, ‘আমাদের কিছু একটা গলদ হচ্ছিল। আমরা অন্য ভাবে ভাবার চেষ্টা করি। এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচে আমরা রান তাড়া করিনি। আমরা ড্যান ক্রিশ্চিয়ানকে দিয়ে পরীক্ষা করেছিলাম। মিডল অর্ডারে ও ভালো ব্যাটিংও করছিল। তো এ রকম ভাবেই ভরতকে ওখানে ব্যাট করতে পাঠিয়ে পরীক্ষা চালাই। আমরা জানি ৩ নম্বরে ব্যাট করতে এসে ও ঠিক রান করবে। দলের অবস্থা যেমনই হোক না কেন। আমাদের ফিল্ডিংয়ে আরও বেশি করে নজর দেওয়া উচিত। এই জয় আমাদের আরও উদ্বুদ্ধ করবে। আমরা শারজায় ভালো খেলেছি। আমরা সমস্ত পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিচ্ছি।’

 

আরও পড়ুন : IPL 2021: ম্যাক্সওয়েলই আমার মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়: ভরত

Next Article