কলকাতা: গত বারের বিশ্বকাপের রানার্স বাবর আজমের পাকিস্তান। কিন্তু এ বার গ্রিন আর্মি টি-২০ বিশ্বকাপের জন্য কতটা তৈরি? পাক টিম নিয়ে সমালোচনা থামছেই না। গত কয়েকদিন ধরে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার আজম খানকে নিয়ে বিরাট আলোচনা হয়েছে। তাঁর ভারী চেহারার জন্য বিদ্রুপের শিকার হতে হয়েছে। তবে ক্যাপ্টেন বাবর আজমকে (Babar Azam) তিনি পাশে পেয়েছেন। কিন্তু পাক টিম এখন ছন্দে নেই। যা ভাবাচ্ছে সে দেশের প্রাক্তনীদের। পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হারের জন্য টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছিলেন। এ বার পাকিস্তানের এক টক শো এর এক অংশের ভিডিয়ো ভাইরাল। যেখানে বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য বাবর আজমকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন পাকিস্তানের বিশ্বজয়ী এক তারকা।
২০০৯ সালে বিশ্বকার জিতেছিল পাকিস্তান। ওই টিমের এক সদস্য আহমেদ শেহজাদ। তিনি বাবর আজমকে এ বার বিশ্বকাপ জেতার জন্য খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদকে বলতে শোনা যায়, ‘আমি যদি পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলাপরায়ণতা কথা বলি, তা হলে সকাল হয়ে যাবে। আমরা কখনও কাউকে কিছু বলি না। কিন্তু অবশ্যই ক্রিকেটের কথা উঠলে বলব। যদি তুমি বলো যে তুমিই প্রাইম ক্রিকেটার, যদি তুমি বলো তোমার থেকে বড় কেউ নয়, তা হলে বিশ্বকাপ জিতে দেখাও। ৫টা টুর্নামেন্ট পেয়েছ। এ বার বিষয়টা সকলের চোখে পড়ছে। আমাদের বিষয়টা প্রত্যেককে বলা দরকার।’
Ahmed Shehzad, “World Cup jeetwa ke dain apko 5 tournament mil gye hain.” pic.twitter.com/jk6uAMsxxH
— 𝙎𝙝𝙚𝙧𝙞 (@CallMeSheri1) June 2, 2024
এ বারের টি-২০ বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের প্রথম ম্যাচ বৃহস্পতিবার। বিশ্বকাপের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রয়েছে গ্রিন আর্মির উদ্বোধনী ম্যাচ। তারপর রবিবার রয়েছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত ও পাকিস্তান ম্যাচ।