Virat Kohli: বিরাটকে প্রকাশ্যে চুমু! কী কাণ্ড করে বসলেন তরুণী?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 20, 2023 | 4:10 PM

IND vs AUS, BGT 2023: বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক দেশের মাটিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

Virat Kohli: বিরাটকে প্রকাশ্যে চুমু! কী কাণ্ড করে বসলেন তরুণী?
Virat Kohli: বিরাটকে প্রকাশ্যে চুমু! কী কাণ্ড করে বসলেন তরুণী?
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: রানমেশিন বিরাট কোহলি (Virat Kohli) একাধিক তরুণীদের মনে ঝড় তুলতে ওস্তাদ। বিরাটকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য তাঁর একাধিক ফ্যানেরা বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়েন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিরাটের পায়ে কখনও ঝাঁপিয়ে পড়েন, তো কখনও আবার তার সঙ্গে সেলফি তোলার আবদার করেন। তাঁকে নিয়ে মাতামাতি বিন্দুমাত্র কমেনি। সদ্য কোহলির এক পাগল ভক্ত প্রকাশ্যে চুমু (Kiss) খেয়ে বসেছেন বিরাটকে। ওই তরুণীর বিরাটকে চুমু খাওয়ার অবাক করা কাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

বর্তমানে ভারতের প্রাক্তন অধিনায়ক দেশের মাটিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য নেটদুনিয়ায় কোহলির ফ্যানের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তিতে একের পর এক চুমু দিতে থাকেন কোহলির এক তরুণী ফ্যান। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সকলেই অবাক হয়ে গিয়েছেন। কোহলির তরুণী ফ্যানের এমন পাগলামি দেখে নেটিজ়েনরা মজার মজার মন্তব্য় করেছেন।

দেখুন কোহলিকে প্রকাশ্যে চুমু খাওয়া তরুণীর ভিডিয়ো —

এক টুইটার ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এটা দেখার আগে আমি কেন মরে গেলাম না।”

উল্লেখ্য, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন সচিন তেন্ডুলকরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন। দিল্লিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রানের ইনিংস খেলেন বিরাট। তাতেই ভেঙে যায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড। কিংবদন্তি সচিনকে পেছনে ফেলে বিরাট কোহলিই এখন সবচেয়ে দ্রুত আন্তর্জাতিক ২৫ হাজার রান সংগ্রহকারী ব্যাটারে পরিণত হয়েছেন।

Next Article