মুম্বই: বর্ডার-গাভাসকর ট্রফিতে এখনও অবধি একতরফা খেলা। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস এবং ১৩২ রানে জিতেছে ভারত। দিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ব্য়বধান ৬ উইকেট। স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ অজি ব্য়াটারদের। কার্যত দিশাহীন ভাবে সুইপ খেলে চলেছেন অজি ব্য়াটাররা। অস্ট্রেলিয়ার শক্তিশীল ব্য়াটিং লাইন আপের এই পন্থা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। অজি স্পিনাররাও ভালো পারফর্ম করছেন। তবে ব্য়াটিং ব্য়র্থতায় তাদের পারফরম্য়ান্স কোনও কাজে আসছে না। ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট শুরু ১ মার্চ থেকে। এর মাঝেই এল মজার এক তথ্য়। এই সিরিজে এখনও অবধি অনবদ্য় পারফর্ম করা রবীন্দ্র জাডেজাকে নিয়ে। বিস্তারিত TV9Bangla-য়।
নাগপুরে প্রথম টেস্ট হোক কিংবা দিল্লিতে দ্বিতীয় টেস্ট। বোলিংয়ে অশ্বিন-জাডেজা জুটিকে সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া ব্য়াটিং লাইন আপ। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট এবং ৭০ রানের অনবদ্য় ইনিংস। দ্বিতীয় ইনিংসে আরও ভালো পারফর্ম করেন জাডেজা। প্রথম ইনিংসে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে জাডেজার ৭ উইকেটের সৌজন্য়ে মাত্র ১১৩ রানেই অলআউট অস্ট্রেলিয়া। হ্য়াটট্রিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অল্পের জন্য় টেস্ট হ্য়াটট্রিক হয়নি জাড্ডুর। এর পরই কথা রাখলেন রবীন্দ্র জাডেজা।
ভারতের অলরাউন্ডার ঘোষণা করেছিলেন, ২৪ ঘণ্টার জন্য় একজনকে ফলো করবেন। তিনি অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ঁ। ইন্সটাগ্রামে মাত্র একজনকেই ফলো করছেন রবীন্দ্র জাডেজা। তিনি জাড্ডুর স্ত্রী নন। জাডেজার ফলোয়ার সংখ্য়া অবশ্য় ৫ মিলিয়ন। কিন্তু নাথান লিয়ঁকেই কেন ফলো করছেন জাডেজা! এমনটা তিনি নিজেই ঘোষণা করেছেন। ২৪ ঘণ্টার জন্য শুধুমাত্র নাথান লিয়ঁকেই ফলো করার কথা জানিয়েছিলেন। কথা রাখছেন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে তাঁর এই স্টেটাস বদলে যাবে। বিষয়টিতে মজা নিচ্ছেন অজি অফস্পিনারও। জাডেজার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে তা নিজের ইন্সটাস্টোরিতে দিয়েছেন লিয়ঁ। ইন্দোর টেস্টের আগে যা ক্রিকেটের আনন্দ আরও বাড়িয়ে দেবে।