AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harmanpreet Kaur: বিশ্বকাপের ৫০ দিন! অপ্রাপ্তি মিটিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জিততে চান হ্যারি

ICC Women’s ODI World Cup: সেপ্টেম্বরের শেষে শুরু হচ্ছে বিশ্বকাপ। বেঙ্গালুরুতে ভারতের উদ্বোধনী ম্যাচ। তার আগে ক্যাপ্টেন হ্যারি বিশ্বকাপ স্বপ্ন জানিয়ে দিলেন। ভারতের মতোই এই বিশ্বকাপের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কাও।

Harmanpreet Kaur: বিশ্বকাপের ৫০ দিন! অপ্রাপ্তি মিটিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জিততে চান হ্যারি
Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 11, 2025 | 6:19 PM
Share

কলকাতা: দু’বার বিশ্বকাপ ফাইনালে ওঠার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার থেকেও বেশি রয়েছে আক্ষেপ। খুব কাছে পৌঁছেও ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে না পারা। এ বার সেই আক্ষেপ ঘরের মাঠেই মেটাতে চাইছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ৫০ দিন পর, সেপ্টেম্বরের শেষে শুরু হচ্ছে বিশ্বকাপ। বেঙ্গালুরুতে ভারতের উদ্বোধনী ম্যাচ। তার আগে ক্যাপ্টেন হ্যারি বিশ্বকাপ স্বপ্ন জানিয়ে দিলেন। ভারতের মতোই এই বিশ্বকাপের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কাও। এটাই শেষ বিশ্বকাপ হরমনপ্রীতের। ভারত শুধু যে হট ফেভারিট তাই নয়, বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলও।

হরমনপ্রীত বলেছেন, ‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলা সব সময় স্পেশাল। আশা করি এ বার আমরা ১০০ শতাংশ দিতে পারব। এতদিন যে ট্রফিটার জন্য মুখি আছি আমরা, বারবার সামনে গিয়ে থমকে যাই, সব বাধা টপকে সেই বিশ্বকাপটা জিততে পারব। বিশ্বকাপ সব সময় স্পেশাল। এমন টুর্নামেন্টে দেশের হয়ে স্পেশাল কিছু করার তাগিদ তো থাকেই। যখনই যুবি ভাইয়াকে (যুবরাজ সিং) দেখি, ততবার নিজেকে মোটিভেট করতে সুবিধা হয়।’

২০১৭ সালের বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। ছেলে-মেয়েদের বিশ্বকাপ নির্বিশেষে ওই ইনিংস আলোচনায় থাকবে। সেই সেঞ্চুরি নিয়ে হরমনপ্রীত বলেছেন, ‘ওই ইনিংসটা আমার এখনও মনে আছে। ওই রকম একটা ইনিংস খেলার পর আমার পার্সোনালিটি বদলে গিয়েছিল। আমিও ওই নকটা খেলার সময় বুঝতেই পারছিলাম না, কী ঘটছে। কিন্তু ফাইনালে হারের পর যখন দেশে ফিরি, লোকজন বিমানবন্দরে আমাদের জন্য অপেক্ষা করেছিল। যেভাবে স্বাগত জানানো হয়েছিল, মনে রেখে দেওয়ার মতো একটা ঘটনা।’

বিশ্বকাপে নামার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজটাই দলের মনোভাব তৈরি করে দেবে, মনে করছেন ক্যাপ্টেন হরমনপ্রীত। ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সব সময় চ্যালেঞ্জের। আমরা বুঝতে পারব, কোথায় দাঁড়িয়ে আছি। একই সঙ্গে আত্মবিশ্বাসও দেবে ভরপুর। ট্রেনিং ক্যাম্পে কিন্তু আমরা সেরাটা দিয়েছি। যাতে প্রত্যাশা অনুযায়ী ফল পাই।’