INDW vs NZW: ডেডবল, ভুল সিদ্ধান্তের শিকার; বিশ্বকাপে ভারতের ম্যাচে আম্পায়ারিং বিতর্ক

Oct 05, 2024 | 12:06 AM

ICC Women's T20 Cup 2024: মাঠের আম্পায়ারের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় ভারত অধিনায়ক হরমনপ্রীত ও সহ অধিনায়ক স্মৃতিকে। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেন কোচ অমোল মুজুমদারও। হরমনপ্রীতরাও যান কথা বলতে। তাতে অবশ্য সমস্যার সমাধান হয়নি। ঠিক কী হয়েছিল?

INDW vs NZW: ডেডবল, ভুল সিদ্ধান্তের শিকার; বিশ্বকাপে ভারতের ম্যাচে আম্পায়ারিং বিতর্ক
Image Credit source: PTI

Follow Us

আউট না নটআউট! ব্যাটার যদি রান নেন, তা হলে রানআউট কেন নয়! বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই আম্পায়ারিং বিতর্ক। নিউজিল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক। তৃতীয় আম্পায়ার রান আউট না দেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠের আম্পায়ারের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় ভারত অধিনায়ক হরমনপ্রীত ও সহ অধিনায়ক স্মৃতিকে। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেন কোচ অমোল মুজুমদারও। হরমনপ্রীতরাও যান কথা বলতে। তাতে অবশ্য সমস্যার সমাধান হয়নি। ঠিক কী হয়েছিল?

নিউজিল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের শেষ ডেলিভারি। দীপ্তি শর্মার বোলিংয়ে সিঙ্গল নেন অ্যামেলিয়া কের। সকলেই ধরে নিয়েছিলেন ওভার শেষ। বল ডেড। দীপ্তি শর্মা আম্পায়ারের থেকে টুপি চেয়ে নেন। হরমনপ্রীত কৌরের হাতে বল থাকলেও প্রাথমিক ভাবে তিনি ডেড বল ধরে নিয়েই দৌড়ে আসছিলেন যেহেতু নতুন ওভার শুরু হবে। হঠাৎই দ্বিতীয় রান নিতে দৌড়ন অ্যামেলিয়া। সে সময় দ্রুত কিপার রিচা ঘোষের দিকে বল ছোড়েন হরমনপ্রীত কৌর। রিচা বল ধরে উইকেট ভেঙে দেন। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী, এটি ডেডবল।

বিতর্ক এখানেই শেষ নয়। বোলিং প্রান্তের আম্পায়ার দীপ্তি শর্মাকে টুপি ফিরিয়ে দেওয়ায়, অর্থাৎ ওভার শেষ ধরে নিয়েছিলেন। কিন্তু বল তখনও বোলার কিংবা কিপারের কাছে পৌঁছয়নি। অ্যামেলিয়া এবং সোফি ডিভাইনও ধরে নিয়েছিলেন, ওভার শেষ হয়নি। সে কারণেই দ্বিতীয় রান নিতে গিয়েছিলেন। ডেড বল ধরে নিয়ে সিঙ্গল দেওয়া হয়। সেটা হলে পরের ওভারে স্ট্রাইকে থাকার কথা অ্যামেলিয়ার। কারণ, শেষ বলে সিঙ্গল নিয়েছিলেন তিনি। অথচ স্ট্রাইকে দেখা যায় সোফি ডিভাইনকে। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ভারতের কিছুটা হলেও ছন্দ নষ্ট হয়েছে।

Next Article