Deepti Sharma: মেন্স টিম জিতেছে; একটা ট্রফিই সব বদলে দেবে, আত্মবিশ্বাসী দীপ্তি শর্মা

Sep 27, 2024 | 10:24 PM

ICC Women's T20 Cup 2024: এ ছাড়াও একাধিক বার সেমিফাইনাল। কিন্তু সিনিয়র দলের হাত ধরে আইসিসি ট্রফি আসেনি। আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের সিনিয়র অলরাউন্ডার দীপ্তি শর্মা মনে করছেন, একটা ট্রফিই সব পরিস্থিতি বদলে দেবে। আর কী বলছেন দীপ্তি?

Deepti Sharma: মেন্স টিম জিতেছে; একটা ট্রফিই সব বদলে দেবে, আত্মবিশ্বাসী দীপ্তি শর্মা
Image Credit source: PTI

Follow Us

ভারতে মহিলাদের ক্রিকেটে অনেক উন্নতি করেছে। জাতীয় দলের পারফরম্যান্সই শুধু নয়, ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো, উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হওয়া। নানা ইতিবাচক দিক। তার মানে কি আক্ষেপ নেই? অবশ্যই রয়েছে। খুব বেশি আগে যেতে হবে না। ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়াও একাধিক বার সেমিফাইনাল। কিন্তু সিনিয়র দলের হাত ধরে আইসিসি ট্রফি আসেনি। আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে ভারতীয় দলের সিনিয়র অলরাউন্ডার দীপ্তি শর্মা মনে করছেন, একটা ট্রফিই সব পরিস্থিতি বদলে দেবে। আর কী বলছেন দীপ্তি?

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। যদিও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা আরব আমির শাহিতে সরানো হয়েছে। দুবাই এবং শারজায় হবে বিশ্বকাপের ম্যাচগুলি। ৩ অক্টোবক শুরু টুর্নামেন্ট। পৌঁছে গিয়েছে ভারতীয় দলও। অলরাউন্ডার দীপ্তি শর্মা ইএসপিএনক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বকাপ মানে বাড়তি চাপ নয়। তবে প্রত্যেকটা প্লেয়ারের কাছেই বড় ইভেন্ট। ব্যক্তিগত ভাবে আমি বেশি আশাবাদী, তার কারণ আমাদের মেন্স টিম জিতেছে।’

ভারতে মহিলা ক্রিকেট নিয়ে বলেন, ‘প্রত্যেকটা সিরিজেই আমরা ভালো পারফর্ম করছি। বড় টুর্নামেন্টেও ভালো খেলেছি। এখানে সবচেয়ে সেরা পারফরম্যান্স প্রয়োজন। আমরা যেভাবে ২০১৭ বিশ্বকাপ (টি-টোয়েন্টি) ফাইনাল খেলেছিলাম, এরপরই হঠাৎ অনেক কিছু বদলে গিয়েছে। একটা আলাদাই অনুভূতি হয়েছিল। আমি নিশ্চিত, আমরা একটা বিশ্বকাপ ট্রফি জিততে পারলে সমস্ত কিছু বদলে যাবে। দেশের প্রত্যেকটি মেয়ে ক্রিকেটে আকর্ষিত হবে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সজনা সজীবন।

Next Article