নয়াদিল্লি: ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। চোটের কারণে গত তিন বছর নিজের সেরাটাও দিতে পারেননি। সেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এ বার অন্য ভাবে শুরু করতে চাইছেন আইপিএল (IPL 2022) । গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেন হিসেবে আইপিএল শুরু করবেন বরোদার অলরাউন্ডার। সাদা বলের ক্রিকেটে নতুন করে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই কি নামতে চলেছেন হার্দিক? তা তিনি মানতে নারাজ। বরং হার্দিক বলে দিচ্ছেন, ফিটনেস থেকে শুরু করে নিজের পারফরম্যান্স, পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণে রাখতে চান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিটনেস বিতর্কে পড়ে ভারতীয় টিম থেকে জায়গা খুইয়ে ছিলেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টিমে সুযোগ মেলেনি। আইপিএলের আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস পরীক্ষায় পাস করে যোগ দিতে হয়েছে আইপিএল টিমে। হার্দিক তাই অনেক কিছুর জবাব দিতে চান নিজের মতো করে।
হার্দিক বলেছেন, ‘আমি পরিবারের সঙ্গে সময় কাটালেও ট্রেনিংই ছিলাম। হার্ড ট্রেনিং করেছি ওই সময়। যাতে আইপিএলে জন্য প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারি। ওই সময়টা নিজেকে বোঝার জন্য খুব জরুরি ছিল। আমি কী চাই, সামনে এগনোর জন্য কী ভাবে নিজেকে তৈরি করা উচিত, এ সব নিয়েই ভেবেছি। এর জন্য কী করা উচিত, তার উত্তর কিন্তু আমি পেয়ে গিয়েছি।’
মুম্বই টিমকে সাফল্য দেওয়া সত্ত্বেও তাঁকে আর ধরে রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ওই সময় হার্দিককে নিয়ে কম কথা হয়নি। যা নিয়ে হার্দিক বলছেন, ‘এই আইপিএল আমার কাছে প্রত্যাবর্তনের টুর্মানেন্ট নয়। আমি অন্তত এ ভাবে ফোকাস করছি না আইপিএলটাকে। বরং, ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চাইছি। খুব বেশি দূরের কথাও ভাবছি না। সেই সব জিনিসের উপর ফোকাস করছি, যা আমার নিয়ন্ত্রণে রয়েছে। আমি যাতে ফিট থাকতে পারি, যাতে আমার টিমকে সাফল্য দিতে পারি, সেটাই ফোকাস। একটা কথা খুব সত্যিই। যদি গুজরাটের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারি, তা হলে কিন্তু ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আমার কাছে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। দিন-রাত যখনই হোক, টিমমেটদের জন্য সব সময় আমার দরজা খোলা থাকবে। প্লেয়ারদের নিরাপত্তা যেমন দিতে চাই, তেমনই স্বাধীনতাও থাকবে।’
ফিটনেস বিতর্কে পড়ে বিসিসিআইয়ের গ্রেড থেকে সরে যেতে হয়েছে তাঁকে। সি-তে জায়গা হয়েছে হার্দিকের। তার পরও কি বলবেন, আইপিএল নিজেকে ফিরে পাওয়ার টুর্নামেন্ট নয়? হার্দিক বলছেন, ‘আমি অনেক দিন ক্রিকেটের বাইরে। যে কারণে আইপিএলকে ফোকাস করছি। বন্ধ দরজার পিছনে তিনটে মাস কঠিন পরিশ্রম করেছি। এখন দেখতে চাইব, কোথায় দাঁড়িয়ে আছি আমি। তার পরও বলছি, রেজাল্ট আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি এটা বুঝতে পেরেছি, সব সময় কঠিন পরিশ্রমের ফল হিসেবে সাফল্য পাওয়া যায় না। সেটা আসে সঠিক পথে হেঁটে।’
আরও পড়ুন: IPL 2022: দেশ বনাম ফ্র্যাঞ্চাইজি বিতর্ক নিয়ে কী বললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার?