দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের ব্যর্থতা বিরাট কোহলির (Virat Kohli) ভাবমূর্তি নষ্ট করবে না। বক্তার নাম স্যর ক্লাইভ লয়েড (Sir Clive Lloyd)। ‘টিভি নাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের হতাশা গোপন করেননি কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক। চারটে আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে ব্যর্থ বিরাট। তবু লয়েড গুরুত্ব দিচ্ছেন তাঁর পাঁচ বছরের নেতৃত্বের মেয়াদকে। সাদা বলের ক্রিকেটকে বাদ দিলে টেস্টে দারুণ সফল ভারত।
লয়েড বলছেন, ‘একটা ব্যাপার ভুললে চলবে না, নেতা বিরাট কিন্তু গত কয়েক বছর ধরে দারুণ কাজ করেছে। এটা ঠিক যে, চারটে আইসিসি টুর্নামেন্টের একটাতেও টিমকে ট্রফি দিতে পারেনি। তার মানে কিন্তু ও খারাপ ক্যাপ্টেন হয়ে যাচ্ছে না। ভারতীয় টিমের অন্যতম সেবা করেছে। আগামী দিনেও ওকে একই ভূমিকায় দেখা যাবে। লোকে ওর ব্যাটিং নিয়েই বেশি কথা বলে। আমি নিশ্চিত, ওর সেরা কিছু ইনিংস দেখার সুযোগ মিলবে।’
বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ভারতের ছিটকে যাওয়া নিশ্চিত ভাবেই বড় অঘটন। পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে পর পর হেরে বসায় শেষ চারে যাওয়ার স্বপ্ন সফল হয়নি। লয়েডের কথায়, ‘ভারতের তাদের সেরা ক্রিকেটটা প্রথম দুটো ম্যাচে তুলে ধরতে পারেনি। সেটা বাদ দিলে কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত অন্যতম সেরা টিম। ওয়ান ডে ক্রিকেটেও ওরা যথেষ্ট শক্তিশালী। ওরা যে টিমের বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ। আমি নিশ্চিত, ভারত দারুণ ভাবে ফিরে আসবে।’
ভারতের মতো বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজও। দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা যে গ্রুপ লিগের বাধা টপকাতে পারবে না, তা ভাবেননি লয়েড। প্রাক্তন ক্যারিবিয়ান ক্যাপ্টেন বলে দিচ্ছেন, ‘ভারত শেষ চারে পা দিতে না পারায় আমি কম হতাশ নই। ভারত যদি সেমিফাইনাল খেলত, তা হলে কিন্তু স্টেডিয়াম উপচে পড়ত। আর ওয়েস্ট ইন্ডিজ, এ বার খুব একটা ভালো টিম ছিল না। নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে আগামী বিশ্বকাপে দারুণ ভাবে ফিরবে, এই আশাই রাখছি।’
ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড— সেমিফাইনালে ওঠা চারটে টিমের মধ্যে কাদের হাতে বিশ্বকাপ দেখতে পাচ্ছেন লয়েড? তাঁর কথায়, ‘কে জিতবে বিশ্বকাপ, বলা মুশকিল। অস্ট্রেলিয়া ভালো খেলছে। পাকিস্তান দুরন্ত পারফর্ম করছে। সাদা বলে ইংল্যান্ড যে পাওয়ার হাউস, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমার ডার্কহর্স নিউজিল্যান্ড।’
কেন উইলিয়ামসনের টিমকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছার কারণও ব্যাখ্যা করছেন লয়েড। ‘যে ভাবে ওরা শেষ কয়েকটা ম্যাচ খেলেছে, তাতে ওরা কিন্তু চুপচাপ নিজেদের কাজটা শেষ করেছে। প্রতিভা আর স্কিল দিয়ে। একটা ম্যাচ জেতার জন্য যে বুদ্ধিমত্তার ছাপ রাখতে হয়, সেটাও তুলে ধরেছে। আর তাই সেমিফাইনাল এবং ফাইনালে কিন্তু ওরা নিজস্ব ধারাতেই এগোবে।’
আরও পড়ুন: Sunil Gavaskar: পাওয়ার প্লে-তেই আসল গলদ ভারতের, বলছেন সানি