মুম্বই : মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন একটা যুগ। ভারতীয় টিমের নতুন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক কে? ক্রিকেটমহলে একটাই নাম, রোহিত শর্মা (Rohit Sharma)। যদি তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে না খেলেন, সে ক্ষেত্রে নেতা হতে পারেন কেএল রাহুল (KL Rahul)। ইঙ্গিত রয়েছে এমনটাই। কিন্তু নতুন সহ-অধিনায়ক কে হবেন? অনুরাগীদের প্রশ্নের জবাবে উত্তর দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ (Virendra Sehwag)। অধিনায়ক হিসেবে রোহিত তাঁর প্রথম পছন্দ হলেও সহ-অধিনায়কের বিষয়ে বাকিদের সঙ্গে একমত নন বীরু। রাহুল কিংবা ঋষভ পন্থ (Rishabh Pant) নন, শেওয়াগের পছন্দ জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
কেন এ কথা বলছেন? বীরুর যুক্তি, “অধিনায়ক এবং সহ-অধিনায়ক এমন কাউকে করা উচিত, যে তিন ধরনের ক্রিকেট খেলে। বুমরা এই দিক থেকে সবার আগে থাকবে। রাহুল বা পন্থ তিন ধরনের ক্রিকেট টানা খেলবে কি? ধারাবাহিকভাবে টানা পারফর্ম করতে পারবে কি?” পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।
নিজের চুক্তির সমর্থনে অতীতকে টেনে এনেছেন বীরেন্দ্র শেওয়াগ। বলছেন, “অতীতে কপিল দেব এবং অনিল কুম্বলে ছাড়া আর কোনও বোলার ভারতের অধিনায়কত্ব করেনি। এখন সময়টা পাল্টেছে। বোলিং বিভাগ থেকে কাউকে অধিনায়ক এবং সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতে পারে। তাই আমার সেরা পছন্দ বুমরা।” ক্রিকেটমহল অবশ্য বলছে , বুমরাকে ভাইস ক্যাপ্টেন করেনি তার আইপিএল ফ্রেঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু রাহুল বা পন্থ তাঁদের আইপিএল দলের অধিনায়কত্ব করেছেন। ফলে একটা টিম সামলানোর মতো অভিজ্ঞতা তাঁদের আছে।
নতুন অধিনায়ক বা সহ-অধিনায়ক নিয়ে তো বলছেনই। কিন্তু বিরাট কোহলির ভবিষ্যৎ কী? একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়া উচিত বিরাটের? বীরুর একেবারেই মত নেই তাতে। বলছেন, “টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়াটা বিরাটের নিজের ইচ্ছে। তবে আমার মনে হয় না, ওর টেস্ট বা একদিনের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। ওর অধিনায়কত্বে দল দারুন খেলেছে। আর অধিনায়ক হিসেবে ওর রেকর্ডও দারুন। তবে আমি এ সব বলার কেউ নই, সিদ্ধান্ত বিরাট নিজেই নেবে।”
আরও পড়ুন : T20 World Cup 2021: বিশ্বকাপ ব্যর্থতা বিরাটের ভাবমূর্তি নষ্ট করবে না, বলছেন ক্লাইভ লয়েড