দুবাই: করোনার (corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। ফের ভয়াবহ আকার নিয়েছে করোনা। সংক্রমণের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রিটেনে ভারতীয় পর্যটকরা ‘লাল তালিকা’য় আছেন। কয়েকদিনের মধ্যেই হয়তো ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে ব্রিটেন। ব্রিটেনের কোনও বাসিন্দা ভারত থেকে সে দেশে ফিরলে ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারান্টিনে রাখছে সে দেশের সরকার। এই অবস্থায় আইসিসির (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Champions) ফাইনাল (final) নিয়ে দেখা দিয়েছে সংশয়।
আরও পড়ুন: IPL 2021: মইন-জাডেজার ছোবলে ছারখার রাজস্থান
১৮ জুন সাউদাম্পটনে ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। নির্ধারিত সূচি (schedule) মেনেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী আইসিসি। ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের জৈব সুরক্ষা বলয়ে রেখেই ফাইনাল করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ক্রিকেটারদের সুরক্ষিত রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল করতে বদ্ধপরিকর আইসিসি। প্রতিনিয়ত ব্রিটেন সরকার এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে আইসিসি।
আরও পড়ুন: ধাওয়ানের ব্যাটিংয়ে কি চিন্তা বাড়ছে কোহলি-শাস্ত্রীর?
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট খেলবেন কোহলিরা। ৪ অগাস্ট থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। কোহলিদের পাশাপাশি ভারতীয় মহিলা দলও ইংল্যান্ড সফরে যাবে।