শেষ হল উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের অকশন। মোট ৮৭ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ৩.৪ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে গিয়েছেন স্মৃতি। জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ১ কোটি ৮০ লাখ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া রিচা ঘোষ, রেণুকা সিং, তিতাস সাধুরা উইমেন্স প্রিমিয়র লিগে দল পেয়েছেন। ৫৯.৫০ কোটি টাকায় মোট ৮৭ জন ক্রিকেটার কেনা হয়েছে। মার্চ মাসে শুরু হবে মেয়েদের আইপিএল। দেশ-বিদেশের অখ্যাত ক্রিকেট প্রতিভারা উঠে আসবেন। একে ভারতীয় ক্রিকেট, বিশেষ করে মহিলা ক্রিকটে নতুন যুগের সূচনা বলাই যায়। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দিনটিও স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।
শেষ হল উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম। কেউ রেকর্ড মূল্যে দল পেলেন, কেউ অবিক্রিত থেকে গেলেন। পাঁচটি টিম নিলাম থেকে দল গুছিয়ে নিল।
আরসিবি ১০ লাখে দলে নিল সাহানা পাওয়ারকে।
১০ লাখে মুম্বই ইন্ডিয়ান্সে সোনম।
গুজরাট জায়ান্টসে ১০ লাখ টাকা বেস প্রাইসে শবনম।
৪০ লাখ বেস প্রাইসে আরসিবিতে মেগান।
২০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে প্রিয়াঙ্কা বালা।
১০ লাখ টাকা বেস প্রাইসে গুজরাট জায়ান্টসে পরুনিকা।
২৫ লাখে আরসিবিতে কোমল।
১০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বইয়ে হুমাইরা কাজি।
১০ লাখ টাকা বেস প্রাইস। ৩৫ লাখে গুজরাট জায়ান্টসে।
অবিক্রিত থেকে গেলেন শিপ্রা।
দিল্লি ক্যাপিটালসে ১০ লাখ টাকা বেস প্রাইসে অপর্ণা মণ্ডল।
১০ লাখে ইউপি ওয়ারিয়র্সে সিমরন।
অবিক্রিত থেকে গেলেন ঈশ্বরী সাওকর।
৩০ লাখে ব্যাঙ্গালোর টিমে প্রীতি বসু।
৩০ লাখে আরসিবিতে ড্যান ভ্যান নিকার্ক।
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে অরুন্ধতী রেড্ডি।
অবিক্রিত থেকে গেলেন স্বাগতিকা রথ।
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে স্নেহা।
অবিক্রিত শবনম শাকিল।
১০ লাখ টাকা বেস প্রাইসে গুজরাট জায়ান্টসে হার্লি গালা।
৫০ লাখ বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে জনসন।
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে পুনম যাদব।
অবিক্রিত অ্যালানা কিং।
৬০ লাখে গুজরাট জায়ান্টসে সুষমা ভার্মা।
৩০ লাখে দিল্লি ক্যাপিটালসে তানিয়া।
৪০ লাখ টাকায় ব্যাঙ্গালোরে হেদার নাইটস।
অবিক্রিত থেকে গেলেন সুজি বেটস।
১০ লাখে আরসিবিতে শোভনা।
১০ লাখ টাকা বেস প্রাইস। ১০ লাখে মুম্বই ইন্ডিয়ান্সে।
১০ লাখ টাকা বেস প্রাইস। দলে নিল আরসিবি।
১০ লাখ টাকা বেস প্রাইস। কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
৪৫ লাখে দিল্লি ক্যাপিটালসে লঁরা।
১০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
অবিক্রিত রইলেন।
অবিক্রিত রইলেন।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
৩০ লাখ টাকায় গুজরাটে মণিকা প্যাটেল।
৫০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত মেঘনা।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
৩০ লাখ টাকার বেস প্রাইসে গুজরাটে হেমলতা।
৫০ লাখ টাকায় মুম্বইয়ে কৌর।
৪০ লাখ টাকা বেস প্রাইস। টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের এই ক্রিকেটারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। ১ কোটি ৪০ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে দেবিকা।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৩০ লাখ বেস প্রাইস। অবিক্রিত।
৩০ লাখে গুজরাট জায়ান্টসে মানসী জোশী।
৩০ লাখে মুম্বইয়ে ইসাবেল ওং।
৭৫ লাখে দিল্লি ক্যাপিটালসে এলিস ক্যাপ্সি।
৬৫ লাখে গুজরাট জায়ান্টসে জর্জিয়া ওয়্যারহ্যাম।
৭৫ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে গ্রেস হ্যারিস।
৩০ লাখ টাকা বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সে হেদার।
৩০ লাখ টাকা বেস প্রাইসে আরসিবিতে এরিন বার্নস।
৩০ লাখ টাকা বেস প্রাইস। সেই দামেই গুজরাটে সাব্বিনেনি মেঘনা।
দল পেলেন না বাংলাদেশের স্বর্ণা আক্তার। বেস প্রাইস ছিল ২০ লাখ টাকা।
১০ লাখ টাকা বেস প্রাইস। ৪০ লাখ টাকায় ইউপিতে শ্বেতা।
১০ লাখ টাকা বেস প্রাইস। বাংলার বোলারকে ২৫ লাখ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস।
১০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন বিশ্বকাপজয়ী বাংলার ক্রিকেটার ঋষিতা বসু।
৪০ লাখ টাকা বেস প্রাইস। দেড় কোটি টাকায় মুম্বইয়ে মারিজান কেপ।
৭৫ লাখে গুজরাটে স্নেহ রানা।
৪০ লাখ টাকা বেস প্রাইস। ৬০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে শিখা।
৪০ লাখ বেস প্রাইস। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার। অবিক্রিত রইলেন।
৪০ লাখ টাকা বেস প্রাইস। দিল্লি ক্যাপিটালস তাঁকে নিল বেস প্রাইসে।
৪০ লাখ টাকা বেস প্রাইস। বেস প্রাইসে ইউপি ওয়ারিয়র্সে গেলেন।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত থাকলেন।
৪০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত থাকলেন।
শামিলিয়া কনেল, ফ্রেয়া ডেভিস অবিক্রিত।
৪০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৭০ লাখ টাকায় ইউপিতে এলিসা হিলি।
৫০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৯০ লাখ টাকায় আরসিবিতে রিচা ঘোষ।
৩০ লাখ টাকা বেস প্রাইস। দেড় কোটি টাকায় মুম্বইয়ে যস্তিকা।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৫০ লাখ টাকা বেস প্রাইস। ৬০ লাখে গুজরাট জায়ান্টসে ডিয়ান্ড্রা
৫০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৯০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে পূজা।
৪০ লাখ টাকা বেস প্রাইস ভারতীয় অলরাউন্ডারের। ৪০ লাখ টাকায় গুজরাট জায়ান্টসে হারলিন দেওল।
প্রথম শ্রীলঙ্কান প্লেয়ার। ৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৩০ লাখ টাকা বেস প্রাইস। ৭০ লাখ টাকায় গুজরাট জায়ান্টসে সাদারল্যান্ড।
৪০ লাখ টাকা বেস প্রাইস। ইংল্যান্ড দলের অধিনায়ক অবিক্রিত।
৫০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে সদ্য বিশ্বকাপজয়ী শেফালি ভার্মা।
বেস প্রাইস ৫০ লাখ। অস্ট্রেলিয়ার অধিনায়ক ১ কোটি ১০ লক্ষ টাকায় গেলেন দিল্লি ক্যাপিটালসে।
৩০ লাখ টাকা বেস প্রাইস। অবিক্রিত রইলেন।
৫০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি ২০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে জেমাইমা।
বেস প্রাইস ৪০ লাখ। নিউজিল্যান্ডের অলরাউন্ডার গেলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
৪০ লাখ টাকা বেস প্রাইস দক্ষিণ আফ্রিকার পেসারের। ১ কোটি টাকায় ইউপিতে গেলেন তিনি।
৪০ লাখ টাকা বেস প্রাইস। অজি উইকেটকিপার ব্যাটারকে ৪০ লাখ টাকা বেস প্রাইস। ২ কোটি টাকায় দলে নিল গুজরাট জায়ান্টস।
৩ কোটি ২০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে।
৪০ লাখ টাকা বেস প্রাইস। ১ কোটি ৪০ লাখ টাকায় ইউপিতে।
বেস প্রাইস ৫০ লাখ। দেড় কোটি মূল্যে আরসিবিতে রেণুকা সিং।
বেস প্রাইস ৫০ লাখ। দীপ্তি দলের নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই। ২ কোটি ৬০ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্সে দীপ্তি শর্মা।
বেস প্রাইস ৫০ লাখ। ১ কোটি ৮০ লাখ টাকায় সোফি গেলেন ইউপি ওয়ারিয়র্সে।
দক্ষিণ আফ্রিকা থেকে টিভির পর্দায় চোখ ভারতীয় দলের ক্রিকেটারদের। স্মৃতি আরসিবিতে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের বাকি সদস্যরা।
বেস প্রাইস ৫০ লাখ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ১ কোটি ৭০ লক্ষ টাকায় গেলেন আরসিবিতে।
৩ কোটি ২০ লাখ টাকায় গুজরাট জায়ান্টস দলে নিল অ্যাশলে গার্ডনারকে।
বেস প্রাইস ৪০ লাখ টাকা। অবিক্রিত।
বেস প্রাইস ৫০ লাখ। সেই অর্থেই সোফিকে দলে নিল আরসিবি।
১ কোটি ৮০ লাখ টাকা মূল্যে হরমনপ্রীত কৌরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের প্রথমেই নাম উঠল স্মৃতি মান্ধানার। প্রথমেই বিড মুম্বই ইন্ডিয়ান্সের। স্মৃতির জন্য হাড্ডাহাড্ডি লড়াই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। বিশেষ করে মুম্বই ও বেঙ্গালুরুর মধ্যে। ৩ কোটি ৪০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে স্মৃতি মান্ধানা।