WPL 2023: কিপাররাই কি সেরা ক্যাপ্টেন? WPL-এ ইউপি ওয়ারিয়র্সের দায়িত্বে অ্যালিসা হিলি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 22, 2023 | 4:53 PM

Women's Premier League: উইমেন্স প্রিমিয়ার লিগের ইউপি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক ঘোষণা করল এ দিন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেতৃত্বের ভার তুলে দিয়েছে ১৮ নম্বর জার্সির স্মৃতি মান্ধানাকে। লখনউয়ের নেতৃত্বে দেখা যাবে অস্ট্রেলিয়ার কিপার-ব্য়াটার অ্যালিসা হিলিকে।

WPL 2023: কিপাররাই কি সেরা ক্যাপ্টেন? WPL-এ ইউপি ওয়ারিয়র্সের দায়িত্বে অ্যালিসা হিলি
Image Credit source: twitter

Follow Us

লখনউ: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই অপেক্ষার প্রহর গোনা শুরু হবে। এত দিন মেয়েদের আইপিএল হত তিন দলের। মেয়েদের চ্য়ালেঞ্জার্স হিসেবেই দেখা হত। তিন দলের সংক্ষিপ্ত টুর্নামেন্ট ঘিরেও আকর্ষণ ছিল তুঙ্গে। দীর্ঘ দিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছিল উইমেন্স প্রিমিয়ার লিগের। অবশেষে এ বার হতে চলেছে পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ। ইতিমধ্য়েই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। বিশ্বকাপ শেষেই মুম্বইতে হাজির হবেন বিশ্বের সেরা মহিলা ক্রিকেটাররা। উইমেন্স প্রিমিয়ার লিগের ইউপি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক ঘোষণা করল এ দিন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেতৃত্বের ভার তুলে দিয়েছে ১৮ নম্বর জার্সির স্মৃতি মান্ধানাকে। লখনউয়ের নেতৃত্বে দেখা যাবে অস্ট্রেলিয়ার কিপার-ব্য়াটার অ্যালিসা হিলিকে। বিস্তারিত TV9Bangla-য়।

ইউপি ওয়ারিয়র্স টিমে রয়েছেন দীপ্তি শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারও। মনে করা হয়েছিল, বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডারকেই নেতৃত্ব দেবে ইউপি ওয়ারিয়র্স। এমনটা যদিও হল না। অজি উইকেটকিপার ব্য়াটারের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হল। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। অজি শিবিরের অন্য়তম সেরা ক্রিকেটারের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে ভারতীয় বোলিংকে। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। মোট ছ’জন বিদেশি ক্রিকেটার রয়েছেন ইউপি দলে। তবে দীপ্তিকে ছাপিয়ে অ্যালিসা হিলিকে কেন অধিনায়ক করা হল, এ নিয়ে কিছুটা অসন্তোষও রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে দীপ্তি শর্মা এখন খেলেন বাংলার হয়ে। দীপ্তি অবশ্য় উত্তরপ্রদেশেরই ক্রিকেটার। ইউপি ওয়ারিয়র্স তাঁর কাছে হোম টিমই। ইউপি ওয়ারিয়র্সের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের শক্তিশালী একটা স্কোয়াড রয়েছে। টুর্নামেন্টে নামার জন্য় মুখিয়ে রয়েছি। অভিজ্ঞতা এবং তারুণ্য়ের মিশেলে দারুণ স্কোয়াড রয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে মুখিয়ে আমরা।’ পাঁচ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া দলের সদস্য় অ্য়ালিসা হিলি। ওয়ান ডে বিশ্বকাপও জিতেছেন। গত বছর মেগ ল্য়ানিংয়ের অনুপস্থিতিতে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন অ্য়ালিসা হিলি। সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

Next Article