WPL 2024 FAQ: শুক্রবার শুরু টুর্নামেন্ট, WPL- নিয়ে যে তথ্যগুলো না জানলেই নয়
Women's Premier League: গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। এ বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলার এই বাঁ হাতি স্পিনার। ফলে তিনি আর আনক্যাপড প্লেয়ার নন। তেমনই গত বছর আরসিবির হয়ে নজরকাড়া শ্রেয়াঙ্কা পাটিলেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে। দল তাদের রিটেন করলেও যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, দু-জনেরই বেতন বেড়েছে WPL-এ।
শুক্রবার শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। উদ্বোধনী সংস্করণ সফল হয়েছিল। ভারতে মহিলা ক্রিকেটের উন্নতিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তার কিছুটা আন্দাজ প্রথম সংস্করণেই মিলেছে। এই টুর্নামেন্টে শুধু যে ভারতীয় ক্রিকেটাররাই খেলছেন তা নয়। তারকা বিদেশি ক্রিকেটাররাও রয়েছেন। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে নতুনত্ব কী! কোথায় হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যে তথ্যগুলো না জানলেই নয়…
- এ বারও কি মুম্বইতেই? উদ্বোধনী সংস্করণ অর্থাৎ গত বছর পুরো টুর্নামেন্ট হয়েছিল মুম্বইতেই। এ বার অবশ্য দুই শহর মিলে হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ বেঙ্গালুরুতে। এরপর নয়াদিল্লি।
- ফরম্যাট? গত বারের ফরম্যাটে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রতিযোগিতায় মোট ২২টি ম্যাচ। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে প্লে-অফ।
- ম্যাচের সময়? গত বারের মতো এ বারও ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে।
- কোচ-ক্যাপ্টেনে কোনও পরিবর্তন? এ বার পাঁচ অধিনায়ক হরমনপ্রীত কৌর (মুম্বই ইন্ডিয়ান্স), স্মৃতি মান্ধানা (আরসিবি), অ্যালিসা হিলি (ইউপি ওয়ারিয়র্স), বেথ মুনি (গুজরাট জায়ান্টস) একই রয়েছে। কোচিংয়ে সামান্য পরিবর্তন হয়েছে। গুজরাট জায়ান্টসের কোচের পদে রাচেল হেইনেসের জায়গায় মাইকেল ক্লিঙ্গার, আরসিবির হেড কোচ হিসেবে বেন সয়ারের পরিবর্তে লুক উইলিয়ামস।
- কোন নতুন প্রতিভার দিকে বাড়তি নজর? গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। এ বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলার এই বাঁ হাতি স্পিনার। ফলে তিনি আর আনক্যাপড প্লেয়ার নন। তেমনই গত বছর আরসিবির হয়ে নজরকাড়া শ্রেয়াঙ্কা পাটিলেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে। দল তাদের রিটেন করলেও যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, দু-জনেরই বেতন বেড়েছে WPL-এ।