WTC FINAL, IND vs AUS : কাপের সঙ্গে দূরত্ব বাড়ছে…ওভালে যদি মিরাকল হয়!
IND vs AUS, WTC FINAL 2023 Day 3 Report : আফশোস দুটোই। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ভালো পারফর্ম করলে...। এবং একাদশে অশ্বিনের মতো অফস্পিনার থাকলে হয়তো অনেকটা পার্থক্য হত।
লন্ডন : অজিঙ্ক রাহানের পাল্টা লড়াই, লর্ড শার্দূলের সঙ্গত এবং শেষ বেলায় রবীন্দ্র জাডেজার বোলিং। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল, হয়তো ম্যাচে ফেরার ক্ষীণ সম্ভাবনা তৈরি করছে ভারত। ঠিক একই ভাবে অজি ব্যাটারদের প্রতিটা রান কাপের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। প্রথম দু-দিনের মতো তৃতীয় দিনও চালকের আসনেই থাকল অস্ট্রেলিয়া। ওভালে এখনও দু-দিন বাকি। অঙ্ক বলছে, ম্যাচ জেতা সম্ভব। বাস্তব তেমন নয়। চতুর্থ ইনিংসে ২৫০ প্লাস রান তাড়া করা কঠিন। কিন্তু মিরাকল তো হয়! অস্ট্রেলিয়ার লিড ৩০০-র কাছাকাছি। চতুর্থ দিনের প্রথম সেশনেই যদি ৩৫০ লিডের মধ্যে অস্ট্রেলিয়াকে থামানো যায়! এরপর ভারতীয় টিম যদি ইংল্যান্ডের মতো ‘বাজবল’ খেলতে পারে! অনেক যদি… কিন্তু…। আফশোস দুটোই। প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ভালো পারফর্ম করলে…। এবং একাদশে অশ্বিনের মতো অফস্পিনার থাকলে হয়তো অনেকটা পার্থক্য হত। ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় দিনের রিপোর্ট TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
দ্বিতীয় দিন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার লড়াই ভারতকে সাহস জুগিয়েছিল। তৃতীয় দিনের শুরু হয় উইকেটে। দিনের প্রথম ওভারেই আউট কিপার-ব্যাটার শ্রীকার ভরত। রাহানের সঙ্গে ক্রিজে যোগ দেন লর্ড শার্দূল। ওভালে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করলেন। উল্টোদিকে রাহানের আগ্রাসন, ক্লাস, লৌহকঠিন ডিফেন্স সবই দেখলেন ক্রিকেট প্রেমীরা। আঙুলে চোট লাগার পরও রাহানের মনোবলে চিড় ধরানো যায়নি। সাহসের পুরস্কারও পেলেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও আরও একটা প্রশংসনীয় ইনিংস রাহানের ব্যাটে। দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন। গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে লজ্জার হারের পর মেলবোর্নে অধিনায়ক ও ব্যাটার রাহানের সৌজন্যে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। পিছিয়ে থেকেও সিরিজ জিতেছিল। ওভালে রাহানের ইনিংস বাকিদেরও ভরসা দিচ্ছে।
রাহানের ৮৯, শার্দূলের অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম শতরানের পার্টনারশিপ গড়লেন রাহানে, শার্দূল। তেমনই ফাইনালে ভারতের প্রথম অর্ধশতরান এল রাহানের সৌজন্যে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১২৩ রান তুলেছে। সব মিলিয়ে লিড ২৯৬ রান। ইতিবাচক দিক, রবীন্দ্র জাডেজা দুই উইকেট নিয়েছেন। পিচের ক্ষত থেকে টার্নও আদায় করে নিচ্ছেন। কিছু ডেলিভারি নীচু হয়ে আসছে। চতুর্থ দিনের শুরুতে জাডেজা জাদু কাজ করলে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করা সম্ভব। ৩৫০ রানের বেশি লক্ষ্য হলে অসম্ভব মনে হতেই পারে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা!