World Cup 2023 Live Streaming: Jio-কে টেক্কা দিতে বড় চাল হটস্টারের, এ বার বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ ও এশিয়া কাপ

জিও সিনেমা গত বছর বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখানোর পর এ বছরের আইপিএলও বিনামূল্যে দেখিয়েছে। আইপিএলের সময় জিও সিনেমার রেকর্ড ব্রেকিং দর্শক সংখ্যার কথা প্রকাশ্যে এসেছিল। সে কথা মাথায় রেখেই এ বার ওডিআই বিশ্বকাপ বিনামূল্যে দেখানোর সিদ্ধান্ত নিল হটস্টার (Disney Plus Hotstar)।

World Cup 2023 Live Streaming: Jio-কে টেক্কা দিতে বড় চাল হটস্টারের, এ বার বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ ও এশিয়া কাপ
Jio-কে টেক্কা দিতে বড় চাল হটস্টারের, এ বার বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ ও এশিয়া কাপ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 7:00 AM

নয়াদিল্লি : এ বারের আইপিএল (IPL 2023) দেখার জন্য সকল ক্রিকেট প্রেমীরা যে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল তেমনটা নয়। ১৬তম আইপিএল চলাকালীন একাধিক ক্রিকেট প্রেমীর চোখ ছিল জিও সিনেমাতে। তার বড় কারণ ছিল বিনামূল্যে জিও সিনেমাতে (Jio Cinema) আইপিএল ম্যাচ দেখা যেত। এ বার জিও-কে টেক্কা দিতে বড়সড় ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার। জিও সিনেমা গত বছর বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখানোর পর এ বছরের আইপিএলও বিনামূল্যে দেখিয়েছে। আইপিএলের সময় জিও সিনেমার রেকর্ড ব্রেকিং দর্শক সংখ্যার কথা প্রকাশ্যে এসেছিল। সে কথা মাথায় রেখেই এ বার ওডিআই বিশ্বকাপ বিনামূল্যে দেখানোর সিদ্ধান্ত নিল হটস্টার (Disney Plus Hotstar)। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মোবাইলে হটস্টার অ্যাপ থাকলে, শুধু দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপই নয়, এশিয়া কাপও বিনামূল্যে দেখা যাবে। এখনও পর্যন্ত জানা যায়নি এ বারের এশিয়া কাপ কোথায়, কবে হবে। কিন্তু তা যে বিনামূল্যে হটস্টারে দেখা যাবে, এ খবর প্রকাশ্যে এসেছে। ডিজনি প্লাস হটস্টারের তরফে বলা হয়েছে, এ বার বিনামূল্যে অনলাইনে এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপ দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা। এতদিন হটস্টারে খেলা দেখার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হত। কিন্তু আসন্ন এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে সেই ঝামেলা থাকছে না। গ্যাঁটের কড়ি না খসিয়েও ক্রিকেটের বিনোদন উপভোগ করা যাবে।

এখন বড় প্রশ্ন কেন এমন সিদ্ধান্ত নিল হটস্টার? কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটকে আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজনি প্লাস হটস্টারের প্রধান সাজিথ শিবানন্দন বলেছেন, ‘ভারতে ওটিটি প্ল্যাটফর্মেj দ্রুত বিকাশ ঘটছে। সেখানে সামনে রয়েছে ডিজনি প্লাস হটস্টার। তাই দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা নতুন নতুন কাজ করছি। আমরা দর্শকদের বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এশিয়া কাপ এবং আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের বিশ্বাস এই পদক্ষেপ সামগ্রিক ইকো-সিস্টেম বৃদ্ধি করতে সাহায্য করবে।’