WTC Final 2023 : ২২ গজ কঠিন ঠাঁই, বিশ্ব টেস্ট ফাইনালে একগুচ্ছ নিয়ম বদল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2023 | 1:25 PM

World Test Championship Final Playing Conditions: ৭ জুন শুরু ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ইভেন্টে আইসিসির নতুন নিয়মে খেলা হবে। আইসিসি কমিটি ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর করেছে। এর আওতায় এখন সফ্ট সিগন্যালের নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে বড় পদক্ষেপ।

WTC Final 2023 : ২২ গজ কঠিন ঠাঁই, বিশ্ব টেস্ট ফাইনালে একগুচ্ছ নিয়ম বদল
WTC Final 2023 : ২২ গজ কঠিন ঠাঁই, বিশ্ব টেস্ট ফাইনালে একগুচ্ছ নিয়ম বদল

Follow Us

লন্ডন : ২২ গজে কোনও ম্যাচের ক্ষেত্রে একাধিক নিয়ম থাকে। আর এমনটাই স্বাভাবিক। নিয়মের বাইরে কোনও কিছুই হয় না। কোনও ম্যাচে অনেক সময় সফ্ট সিগন্যাল নিয়ে বেশি ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে সমস্যা দেখা দেয় ক্যাচের ক্ষেত্রে। আসন্ন বিশ্ব টেস্ট ফাইনালে একগুচ্ছ নতুন নিয়মে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ৭ জুন ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। ১ জুন থেকে আইসিসির (ICC) কিছু নতুন নিয়ম চালু হয়েছে। এ বার সেই নিয়মেই খেলা হবে WTC ফাইনাল। রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে এই সকল নিয়ম মাথায় রেখেই মহারণে নামতে হবে। কোন কোন নতুন নিয়ম মেনে ওভালে খেলবেন বিরাট কোহলি, স্টিভ স্মিথরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট কমিটি এবং মহিলা ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদনের পর আইসিসি সম্প্রতি প্লেয়িং কন্ডিশন পরিবর্তন করার কথা ঘোষণা করেছে। ইংল্যান্ড এবং আয়ার্ল্যান্ডের মধ্যে সদ্য হওয়া এক ম্যাচের টেস্ট সিরিজ থেকে এই নতুন প্লেয়িং কন্ডিশন কার্যকর হয়েছে। এই নতুন প্লেয়িং কন্ডিশনের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে।

আইসিসি প্লেয়িং কন্ডিশনে সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে তা হল সফ্ট সিগন্যালে। সেটি WTC ফাইনালে ব্যবহার করা হবে না। অর্থাৎ, টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্ত উল্লেখ করার আগে ফিল্ড আম্পায়ারের ‘সফ্ট সিগন্যাল’ দেওয়ার অধিকার থাকবে না। পাশাপাশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। আসলে বিশ্ব টেস্ট ফাইনালে হেলমেট পরা বাধ্যতামূলক।

সফ্ট সিগন্যাল আসলে কী?

কোনও ম্যাচ ঠিকঠাক ক্যাচ নেওয়া হয়েছে কিনা, তা জানার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যেত। কিন্তু তার আগে মাঠের আম্পায়ারকে প্রাথমিক একটি সিদ্ধান্ত নিতে হত। সেটিই ছিল সফ্ট সিগন্যাল। মাঠের আম্পায়ার যদি আউট দিতেন, তখন ওই সিদ্ধান্ত ভুল হলেও অনেক ক্ষেত্রেই দেখা যেত উপযুক্ত প্রমাণের অভাবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত থাকত। এ বার থেকে সেই সফ্ট সিগন্যালের বিষয়টিই থাকছে না। ফলে কোনও আউট নিয়ে বিশেষ করে ক্যাচের ক্ষেত্রে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তবেই সরাসরি সিদ্ধান্ত দেবেন।

WTC ফাইনালে হেলমেট পরা বাধ্যতামূলক

এ বারের বিশ্ব টেস্ট ফাইনালে বাধ্যতামূলক হচ্ছে হেলমেটের ব্যবহার। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে পেসারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় হেলমেট ব্যবহার করতেই হবে। শুধু তাই নয়, উইকেটকিপাররা উইকেটের সামনে কিপিং করার সময়ও হেলমেট পরতে হবে। তেমনই ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেও হেলমেট বাধ্যতামূলক।

 

 

Next Article