লন্ডন: হাতে আর একেবারেই সময় নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হতে ২৪ ঘণ্টারও কম সময়। লন্ডনের ওভালে ঠান্ডা আবহাওয়াতেও চড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final 2023) ফাইনালের পারদ। ভারত ও অস্ট্রেলিয়া, দুটো দলই তৈরি। তবে মহারণের আগে চিন্তা বাড়ালেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা। এমনিতে রোহিতকে বাদ দিলে স্কোয়াডের কমবেশি সকলেই ফর্মে রয়েছেন। ক্যাপ্টেনের ফর্ম নিয়ে ভাবনা ছিলই। এর সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। আইসিসির পক্ষ থেকে ভারতীয় দলের অনুশীলনের একগুচ্ছ ছবি টুইটারে পোস্ট করা হয়। একটি ছবিতে দেখা যাচ্ছে হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাজার মুখে বসে রয়েছেন রোহিত (Rohit Sharma)। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নেট সেশনের সময় রোহিতের হাতে বল গিয়ে সজোরে আঘাত করে তাঁর ডানহাতে। রোহিতের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তিনি কি আদৌ ওপেনিংয়ে নামতে পারবেন? বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ভারতীয় দলের অধিনায়ক ভীষণ চোটপ্রবণ। গুরুত্বপূর্ণ ম্যাচ বা সিরিজের আগে রোহিতের চোটের কবলে পড়ার ইতিহাস রয়েছে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই দুবছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চোটের কারণে মোট আটটি টেস্ট ম্যাচ খেলতে পারেননি রোহিত। তাই ক্যাপ্টেনকে হাতে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখে চিন্তায় ভারতীয় সমর্থকরা। জানা গিয়েছে, হাতে বলের আঘাত লাগার পরই ফিজিও কমলেশ এসে শুশ্রূষা করে যান। এরপর ফের গ্লাভস হাতে তুলে অনুশীলনে নেমে পড়েন রোহিত। যা দেখে মনে হয়েছে চোট তেমন গুরুতর নয়। ভারতীয় দলের তরফে রোহিতের চোট নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট মেলেনি।
২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৮টি টেস্ট ম্যাচই খেলেছেন এমন একজনও ভারতীয় ক্রিকেটার নেই। চোটের কারণে ওভালের ফাইনালে নেই জসপ্রীত বুমরা এবং শ্রেয়স আইয়ার। উভয়েরই পিঠে চোট। ২০২২ সালের শেষদিকে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। তখন থেকে মাঠের বাইরে তিনি। ফাইনালের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল। আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকেও ছিটকে দিয়েছে। তাই রোহিতের চোট নিয়ে ভারতীয় শিবিরের ঘর পোড়া গরুর মতো অবস্থা। ফিট থাকলে শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে নামবেন রোহিত। তিন নম্বরে চেতেশ্বর পূজারা। চার ও পাঁচে বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। ৫ ব্যাটার, ৩ পেসার ও ২ স্পিনার দিয়ে ওভাল জয় করতে চায় ভারত।