Rohit Sharma : আইপিএলে ফ্লপ ‘হিটম্যান’, WTC ফাইনালের আগে কতটা চিন্তার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 07, 2023 | 7:00 AM

WTC FINAL 2023 : রোহিতের ফর্ম কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে। সঙ্গে রান না থাকলে আত্মবিশ্বাস ধরে রাখা কঠিন। রোহিতের ক্ষেত্রে টেস্ট ফাইনালে তেমন কিছু হবে না তো! বিদেশের মাটিতে এখনও অবধি কোনও টেস্টে নেতৃত্ব দেননি রোহিত শর্মা। ফাইনালে নেতৃত্বের চাপের সঙ্গে ব্যাটিংয়ের এই ফর্মও চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ঠ। সঙ্গে রয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। রাহুলের মতো নতুন কোনও চোটের পরিস্থিতি তৈরি হলে, আইসিসি ট্রফির অপেক্ষা বাড়বে।

Rohit Sharma : আইপিএলে ফ্লপ হিটম্যান, WTC ফাইনালের আগে কতটা চিন্তার!
Image Credit source: IPL

Follow Us

কলকাতা : ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নাকি রোহিত শর্মার ফর্ম। এই মুহূর্তে কোনটা বেশি চিন্তার? হয়তো দুটোই। আইপিএলের ১৬তম সংস্করণ শেষ হবে ২৮ মে। মাঝে কয়েকটা দিন। ৭-১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। উদ্বোধনী সংস্করণেও ফাইনালে উঠেছিল ভারত। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আরও এক বার আইসিসি ট্রফির খুব কাছ থেকে ফিরতে হয়েছিল ভারতকে। এমনটা প্রথম নয়। ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যায়গা করে নিয়েছে ভারতীয় দল। আবারও সুযোগ। কিন্তু সবটাই যেন অলীক কল্পনা মনে হচ্ছে। তার বেশ কিছু কারণের মধ্যে অন্যতম অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। বিস্তারিত রইল TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে একেবারেই ছন্দে নেই জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ১০ ম্যাচে করেছেন মাত্র ১৮৪ রান। যা কোনও ভাবেই রোহিত শর্মার মতো নয়। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার। অথচ আইপিএলে তার কোনও ছাপই পাওয়া যাচ্ছে না। এ বার তাঁর সর্বাধিক স্কোর ৬৫। মাত্র একটিই অর্ধশতরানের ইনিংস। ব্যাটিং গড় ১৮.৪০। এর মধ্যে প্রথমে ব্যাটিং করে ১৪৫ রান। স্ট্রাইকরেট ১২৬.৮৯। আইপিএলে এ বারই এমন পরিস্থিতি তা নয়। গত সংস্করণেও ব্যাটার রোহিত এবং ক্যাপ্টেন রোহিতের ফর্ম চিন্তায় রেখেছিল মুম্বই শিবিরকে। গত আইপিএলে ১৪ ম্য়াচে ২৬৮ রান করেছিলেন রোহিত। প্রথমে ব্যাট করে ২২৩। স্ট্রাইকরেট ১২০.১৭। ব্যাটিং গড় ১৯.১৪। একটিও হাফসেঞ্চুরি ছিল না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াড থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তিনি যেমন ব্যাক আপ উইকেট কিপার ছিলেন, তেমনই ওপেনিংয়ের ক্ষেত্রেও। ওভালে টেস্ট ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। সিরিজে একটি শতরানও রয়েছে রোহিত শর্মার। তেমনই ২০২১ সালে ইংল্য়ান্ড সফরে ওভালে সেঞ্চুরিও রয়েছে। নতুন করে কোনও সমস্যা না তৈরি হলে এ বার রোহিত-শুভমন গিল ওপেন করবেন এটুকু নিশ্চিত। আইপিএলে শুভমন ভালো ছন্দে রয়েছেন। তার আগে জাতীয় দলের হয়েও। কিন্তু রোহিতের ফর্ম কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে। সঙ্গে রান না থাকলে আত্মবিশ্বাস ধরে রাখা কঠিন। রোহিতের ক্ষেত্রে টেস্ট ফাইনালে তেমন কিছু হবে না তো! বিদেশের মাটিতে এখনও অবধি কোনও টেস্টে নেতৃত্ব দেননি রোহিত শর্মা। ফাইনালে নেতৃত্বের চাপের সঙ্গে ব্যাটিংয়ের এই ফর্মও চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ঠ। সঙ্গে রয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। রাহুলের মতো নতুন কোনও চোটের পরিস্থিতি তৈরি হলে, আইসিসি ট্রফির অপেক্ষা বাড়বে।

Next Article