আমদাবাদ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) উঠেই আইসিসিকে (ICC) একহাত নিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। কোভিডের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম পাল্টে দিয়েছিল আইসিসি। মাঝপথে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন বিরাটদের হেডস্যার। নিউ নরম্যালে মোট পয়েন্টের বদলে শতাংশের হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণের কথা জানায় আইসিসি। আর সেই সিদ্ধান্তের পরই এক নম্বর থেকে তিনে নেমে গিয়েছিলেন কোহলিরা।
আরও পড়ুন: লর্ডস থেকে সরতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
কোভিডের জন্য অনেক দলই দেশের বাইরে টেস্ট খেলতে চাইছিল না। তার জন্যই শতাংশের হিসেবে যায় আইসিসি। রবি শাস্ত্রী আইসিসিকে তোপ দেগে বলেন, ‘আমি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্যায় নিয়ে ভাবছি না। প্রথম পর্যায় নিয়ে এখনও আমি চিন্তিত। আর এটাই সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার। আইসিসিকে এটাই বলার, খেলার মাঝপথে গোলপোস্ট সরিয়ে দিও না।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে ভারতের পয়েন্টের ফারাক ছিল ৬০। শতাংশের হিসেবে যেতেই এক নম্বর থেকে তিন নম্বরে নেমে যায় কোহলিরা। এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘কোভিডের সময় আমি ঘরেই ছিলাম। বিশ্বের সমস্ত দলগুলির চেয়ে পয়েন্টের নিরিখে এগিয়ে থাকায় নিশ্চিন্ত ছিলাম। আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে আইসিসির মত বদল। আর তাতে দেখলাম আমরা তিন নম্বরে নেমে গেলাম। আর সেই হিসেবে দেখা গেল, অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। নয়তো দেশের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও পার্সেন্টেজের হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারব না। ফাইনালে ওঠার জন্য আমাদের প্রতিটা গর্তে গিয়ে জল বার করতে হবে।’
আরও পড়ুন: ফাঁকে মাঠে ৯ এপ্রিল থেকে শুরু আইপিএল, খেলা ৬ শহরে
অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য পুরো কৃতিত্বই ক্রিকেটারদের দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ে থাকার জন্য ২৫ থেকে ৩০ জনের দল বাছতে হয়েছিল। তার জন্য আমাকে অনেক ঝাড়াই বাছাই করে ৩০ জনের দল বাছতে হয়েছে। তাও সবাইকে যে মাঠে খেলাতে পারব এমনটাও নয়। এতো জনের মধ্যে কে ভালো আর কে খারাপ সেটা খুঁজে বার করতে হবে। আমি খুশি, যে সমস্ত তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছিল তারা সবাই পারফর্ম করেছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭২.২ শতাংশ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে উঠেছে ভারত। ৭০ শতাংশ পয়েন্ট সংগ্রহ করে আগেই ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ৬৯.২ শতাংশ পয়েন্ট সংগ্রহ করে ৩ নম্বরে অস্ট্রেলিয়া।