IND vs BAN, WTC: কানপুর টেস্টে ফল না হলে WTC পয়েন্ট টেবলে ভারতের অঙ্ক কী?

Sep 28, 2024 | 6:03 PM

India vs Bangladesh 2nd Test: আবহাওয়ার উন্নতি না হলে এই ম্যাচের ফল হওয়া খুবই কঠিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ভারতের লক্ষ্য এই সিরিজ থেকে ফুল পয়েন্ট নেওয়া। তবে কানপুরের যা আবহাওয়া তাতে আশঙ্কা বাড়ছে। ম্যাচ নিষ্ফলা থাকলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারতের কতটা প্রভাব পড়তে পারে?

IND vs BAN, WTC: কানপুর টেস্টে ফল না হলে WTC পয়েন্ট টেবলে ভারতের অঙ্ক কী?
Image Credit source: PTI

Follow Us

ভারত-বাংলাদেশ দু-ম্যাচের টেস্ট সিরিজ চলছে। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। কানপুর টেস্টে বৃষ্টির ভ্রুকুটি। ম্যাচের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন ভারত-বাংলাদেশ দুই টিম মাঠে এলেও দ্রুতই হোটেলে ফিরে যায়। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা হয়। হাতে রইল আরও তিন দিন। আবহাওয়ার উন্নতি না হলে এই ম্যাচের ফল হওয়া খুবই কঠিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ভারতের লক্ষ্য এই সিরিজ থেকে ফুল পয়েন্ট নেওয়া। তবে কানপুরের যা আবহাওয়া তাতে আশঙ্কা বাড়ছে। ম্যাচ নিষ্ফলা থাকলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারতের কতটা প্রভাব পড়তে পারে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কানপুর ম্যাচ বাদ দিয়ে ভারতের সামনে এখনও আটটি টেস্ট বাকি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ১৯৯১-৯২ মরসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। গত দু-বারই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে ভারত। এ বারও লক্ষ্য একই। তবে সেই সিরিজ যে খুবই কঠিন, বলার অপেক্ষা রাখে না। সুতরাং, হোম সিরিজে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য ভারতের।

গত দু-বারের ফাইনালিস্ট ভারতীয় দল এ বারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে শীর্ষস্থানেই রয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা যায় না, ভারত ফাইনালে উঠবেই। বর্তমানে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৭১.৬৭। ধরে নেওয়া যায়, এ বারও ফাইনালে যাবে ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ২-০ জিতলে কাজটা সহজ হত ভারতের। সে ক্ষেত্রে বাকি আট ম্যাচের মধ্যে তিনটি জিতলেই যথেষ্ট ছিল।

এই খবরটিও পড়ুন

কানপুরের যা পরিস্থিতি, একান্তই ম্যাচের ফল না হলে, বাকি আট ম্যাচের মধ্যে ভারতকে পাঁচটি ম্যাচ জিততে হবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ক্লিনসুইপ করলে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুটো ম্যাচ জিতলেই চলবে। তবে ভারতীয় দলের ফাইনাল যেমন এখনই নিশ্চিত নয়, তেমনই খাদের কিনারাতেও নেই। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড এবং ভারত-বাংলাদেশ সিরিজের পর পয়েন্ট টেবলে আরও পরিবর্তন হতে পারে।

Next Article