Yashasvi Jaiswal: যশস্বীর কাছ থেকে শেখো… ইংল্যান্ডের ক্রিকেটারকে হুঁশিয়ারি দিলেন কে?

IND vs ENG: রাজকোটে বেন স্টোকসের টিমকে রিং থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। পুরো টিম দুরন্ত পারফর্ম করেছে। বিশেষ করে টিমের তরুণ ক্রিকেটাররা বিপক্ষ শিবিরকে এমন চাপে ফেলে দিয়েছিল যে, সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি ইংল্যান্ডের।

Yashasvi Jaiswal: যশস্বীর কাছ থেকে শেখো... ইংল্যান্ডের ক্রিকেটারকে হুঁশিয়ারি দিলেন কে?
রাজকোটে বেন স্টোকসের টিমকে রিং থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। পুরো টিম দুরন্ত পারফর্ম করেছে। বিশেষ করে টিমের তরুণ ক্রিকেটাররা বিপক্ষ শিবিরকে এমন চাপে ফেলে দিয়েছিল যে, সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি ইংল্যান্ডের।Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 12:22 PM

কলকাতা: টিম হারছে জঘন্য ভাবে, কৃতিত্ব নেওয়ার জন্য মঞ্চে উঠে পড়ছেন ইংলিশ ক্রিকেটার! কষ্ট কল্পনা নয়, এমনই ঘটেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। রাজকোটে বেন স্টোকসের টিমকে রিং থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। পুরো টিম দুরন্ত পারফর্ম করেছে। বিশেষ করে টিমের তরুণ ক্রিকেটাররা বিপক্ষ শিবিরকে এমন চাপে ফেলে দিয়েছিল যে, সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি ইংল্যান্ডের। বিরাট কোহলি, লোকেশ রাহুল নেই। তাও রাজকোট টেস্টে ভরাডুবি হয়েছে ইংলিশ টিমের। বাজ়বল থিওরি নিয়ে মাঠে নেমেছিল তারা। কিন্তু যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ব্যাটার দেখিয়ে দিয়েছেন, আগ্রাসনের সঙ্গে দায়িত্বশীল হতে হয় কী ভাবে? যশস্বী নাকি বেন ডকেটের ঝোড়ো ব্যাটিং দেখেই শিখেছেন। ডকেটও সেঞ্চুরি করেছেন রাজকোটে। পাল্টা যশস্বী (Yashasvi Jaiswal) ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ড মুঠো থেকে ম্যাচ বের করে নিয়েছিলেন।

যশস্বী নাকি ডকেটকে দেখেই শিখেছেন, এমন কৃতিত্ব নেওয়া ডকেটকে এ বার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইংল্যান্ডের এক প্রাক্তন ক্যাপ্টেন। ডকেট বলেছিলেন, ‘যখন প্রতিপক্ষ টিমের কাউকে অন্যদের থেকে আলাদা, অন্য ভাবে টেস্ট খেলার চেষ্টা করে, তখন কৃতিত্ব খানিকটা নিতে ভালোই লাগে।’ যা শুনে নাসের হুসেইনের মতো প্রাক্তন বলে দিয়েছেন, ‘যশস্বী তোমার কাছে শেখেনি ডকেট। ও ওর বেড়ে ওঠা থেকেই শিক্ষা নিয়েছে। আমার তো মনে হয়, ডকেট তোমাদের ওর কাছ থেকেই শেখা উচিত। আত্মসমীক্ষার সময় এসেছে। না হলে বাজ়বলের চরম ভরাডুবি দেখতে হবে।’

শুধু যশস্বীতেই থামেননি নাসের, সরফরাজ খানেরও প্রশংসা করেছেন। তাঁর কথায়, ‘ওর ব্যাটিং ধারাটা খুব ভালো। প্রথম ইনিংসে রুট যদি রোহিতের ক্যাচটা ধরত, ভারত ৪৭-৪ হয়ে যেত। তখন সরফরাজকে পরীক্ষার মুখে পড়তে হত। কিন্তু যখন ক্রিজে এসেছিল, ও কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংই করে গিয়েছিল। স্পিনের বিরুদ্ধে খুব ভালো প্লেয়ার। লেন্থটা খুব ভালো বোঝে। সুইপটা চমৎকার মারে।’