কলকাতা: লম্বা ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শোয়েব বশিরের বলে চার মেরে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী। শুক্রবার থেকেই যশস্বীর ডাবল সেঞ্চুরির গন্ধ আসছিল। শনিবার সকাল সকাল যশস্বী তাঁর টেস্ট (Test Cricket) কেরিয়ারের প্রথম দ্বিশতরান করলেন। বিনোদ কাম্বলি, সুনীল গাভাসকরের পর তৃতীয় সবচেয়ে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী।
ক্রিকেট মহলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে। দিনরাত যশস্বী ক্রিকেটের তপস্যা করেন। তার প্রমাণ মেলে ২২ গজে। মাত্র ২২ বছর বয়সে কেরিয়ারের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। ২৭৭ বলে ২০১ রানে পৌঁছান যশস্বী। ১০১.২ ওভারে শোয়েব বশিরের ডেলিভারি বাউন্ডারির দিকে পাঠাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন যশস্বী। হাওয়ায় লাফ দিয়ে হেলমেট খুলে স্বস্তির শ্বাস নিতে দেখা যায় যশস্বীকে। তাঁর চোখ-মুখ বলে দিচ্ছিল তিনি দেশের মাটিতে এই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে কতটা তৃপ্ত।
That Leap. That Celebration. That Special Feeling 👏 👏
Here’s how Yashasvi Jaiswal notched up his Double Hundred 🎥 🔽
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @ybj_19 | @IDFCFIRSTBank pic.twitter.com/CUiikvbQqa
— BCCI (@BCCI) February 3, 2024
প্রথম দিনের শেষে যশস্বী ১৭৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৫*)। দ্বিতীয় দিন অশ্বিনের উইকেট হারানোর পরের ওভারে ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন যশস্বী। বাঁ হাতি ওপেনার সকলের মনে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে হতাশ করেননি।
📸 📸 In Pics!
That 2⃣0⃣0⃣ Moment!
Follow the match ▶️ https://t.co/X85JZGt0EV#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/QsJO7tUTiH
— BCCI (@BCCI) February 3, 2024
বাঁ হাতি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল। ভারতের তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীরের পর যশস্বী এই রেকর্ড গড়লেন। এ বার দেখার যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে কত রানে থামেন। নাকি অপরাজিত থেকে মাঠ ছাড়েন।