IND vs ENG: বুমরা কাঁটায় বিদ্ধ রুট, ফেল রিভার্স স্কুপ; অনবদ্য ক্যাচ যশস্বীর

Feb 17, 2024 | 2:33 PM

Watch Video: ভারতের বিরুদ্ধে রাজকোট টেস্টে তেমনই এক রিভার্স স্কুপ মারতে গিয়ে উইকেট খুইয়েছেন জো রুট। যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রুটকে নিয়ে চর্চা চলছে। ফের বুমরা কাঁটায় বিদ্ধ রুট। এই নিয়ে নবম বার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) টেস্টে তুলে নিলেন জো রুটের উইকেট।

IND vs ENG: বুমরা কাঁটায় বিদ্ধ রুট, ফেল রিভার্স স্কুপ; অনবদ্য ক্যাচ যশস্বীর
IND vs ENG: বুমরা কাঁটায় বিদ্ধ রুট, ফেল রিভার্স স্কুপ; অনবদ্য ক্যাচ যশস্বীর
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের (Joe Root) রিভার্স স্কুপ নিয়ে বরাবরই আলোচনা হয়। তাঁর এই শট ক্রিকেট প্রেমীরা বেশ পছন্দও করেন। কিন্তু এ বার ওই রিভার্স স্কুপ মারতে গিয়েই বিপাকে পড়লেন রুট। আসলে ভারতের বিরুদ্ধে রাজকোট টেস্টে এক রিভার্স স্কুপ মারতে গিয়ে উইকেট খুইয়েছেন জো রুট। যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রুটকে নিয়ে চর্চা চলছে। ফের বুমরা কাঁটায় বিদ্ধ রুট। এই নিয়ে নবম বার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) টেস্টে তুলে নিলেন জো রুটের উইকেট। শনি-সকালে রুটের যে ক্যাচ নিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), তা-ও ছিল দেখার মতো।

রাজকোট টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে মাঠ ছেড়েছিল ইংল্যান্ড। ১৩৩ রানে অপরাজিত ছিলেন বেন ডাকেট। সঙ্গে ৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। তৃতীয় দিন সকাল সকাল জো রুটের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৩৯.৫ ওভারে রিভার্স স্কুপ মারতে গিয়ে উইকেট হারান রুট। সেকেন্ড স্লিপে ফিল্ডিংয়ে ছিলেন যশস্বী জয়সওয়াল। ব্যাটে-বলে রুটের ঠিক সংযোগ হয়নি। আর ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি যশস্বী। ১৮ রানে আউট হন রুট।

তৃতীয় দিন ৯৫ রান স্কোরবোর্ডে যোগ করে ৮ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। রুট আউট হওয়ার পর জনি বেয়ারস্টোকে শূন্যে ফেরান কুলদীপ যাদব। অন্য ইংলিশ ব্যাটারদের উইকেট তুলে নিলেও বেন ডাকেটের উইকেট পেতে তৃতীয় দিনও বেশ খানিকটা সময় লাগল ভারতীয় বোলারদের। এরপর ৫০.১ ওভারে কুলদীপ যাদব অবশেষে ফেরান ডাকেটকে। ১৫১ বলে ১৫৩ রান করেন ইংল্যান্ডের ওপেনার। রবীন্দ্র জাডেজার শিকার ক্যাপ্টেন বেন স্টোকস (৪১)। এ ছাড়া বেন ফোকস, রেহান আহমেদ ও জিমি অ্যান্ডারসনের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। আর টম হার্টলিকে ফেরান জাডেজা। ৩১৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

Next Article